*শোভাযাত্রা ও সম্মাননার মাধ্যমে শ্রী অগ্রসেন জয়ন্তী উদযাপন করা হয়*

শ্রী অগ্রসেন স্মৃতি ভবনের উদ্যোগে ভবনের সভাগৃহে শ্রী অগ্রসেন জয়ন্তী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সর্বভারতীয় মারওয়ারী সম্মেলনের সভাপতি শ্রী শিব কুমার লোহিয়া। তিনি অগ্রওয়াল সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’র সভাপতি শ্রী রঞ্জিত কুমার আগরওয়াল। তিনি ছাত্রদের অনুপ্রাণিত করেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সমাজসেবক শ্রী মহেশ চন্দ্র শাহকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবনের সভাপতি এবং ট্রাস্টি শ্রী ওম প্রকাশ হরলালকা। অনুষ্ঠানে মেধাবী অগ্রওয়াল ছাত্র-ছাত্রীদের সোনা, রুপোর মেডেল এবং উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। ভবনের মন্ত্রী শ্রী প্রভুদয়াল আগরওয়াল ভবনের কার্যকলাপের উপর প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভবনের সহকারী মন্ত্রী শ্রী সুরেন্দ্র কুমার চামারিয়া। অনুষ্ঠান সফল করতে শ্রী বালচাঁদ হরলালকা, শ্রী সীতারাম জালান, শ্রী রতন খারকিয়া, শ্রী ওমপ্রকাশ সৈমা, শ্রী রাজীব কুমার আগরতাল এবং শ্রী জুগল কিশোর পোদ্দার সহ অন্য সদস্যরা প্রধান ভূমিকা পালন করেন। 
অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়েছিল, যা হরিয়ানা ভবন (গিরিশ পার্ক) থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা অতিক্রম করে শ্রী অগ্রসেন স্মৃতি ভবনে এসে শেষ হয়। শ্রী দীনদয়াল ধনানিয়া, শ্রী ঘনশ্যাম সোবাসারিয়া, শ্রী শঙ্করলাল কারিওয়াল, শ্রী বাবুলাল ধানাতিয়া, শ্রী দ্বারকা প্রসাদ আগরওয়াল প্রমুখ এই শোভাযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Comments

Popular posts from this blog

তপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের সেবা প্রদানের ৪১ বছর উদযাপন করছে

ধর্মগুরু আশারাম বাপুরমুক্তির দাবিতে রাজ্যপাল সমীপে ভক্তদের মিছিল

Athlead International School Launches with Innovative Admission Seminar