74 তম ন পাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব এর এবারের থিম হলো সিকিমেরনামচির চারধাম
প্রতিবছরের মতন উত্তর কলকাতার বি টি রোড টপিন রোডের ন পাড়া
সন্মিলিত সার্বজনীন দুর্গোৎসব
পালন করে মহা ধুমধাম করে। এই বারের 2023 এর তাদের থিম হলো সিকিমের নামচি র চারধাম।
গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ক্লাবের সম্পাদক রাজীব কর
জানালেন আমাদের এই পুজো 74 বছরে পদার্পণ করলো। এর আগে আমরা মায়াঁপুর এর ইস্কনের মন্দির, লন্ডনের আলবার্ট হল, কন্যাকুমারীর
বিবেকানন্দ রক, কর্ণাটকের বিধানসভা , রাজস্থানের বৌদ্ধ মন্দির এই থিমের মণ্ডপ করেছিলাম।বহু ছোটো বড় নানা পুরস্কার শারদ সন্মান আমরা পেয়েছি। আমাদের মুখ্য
আকর্ষণ হলো একটি বড় পুকুরের ওপর সম্পূর্ন ভাসমান মণ্ডপ।বি টি রোড টপিন রোড এর ন পাড়া সন্মিলিত সার্বজনীন দুর্গোৎসব এর এই পুজোর পরিচালনার দায়িত্বে আছে সতীন সেন সংসদ।
প্রতিবছর আমাদের এই খুঁটি পুজো থেকে উদ্বোধন সহ নানা অনুষ্ঠানে উপস্থিত থাকেন মন্ত্রী রথীন ঘোষ, পার্থ ভৌমিক, সাংসদ শান্তনু সেন, সৌগত রায়, বিধায়ক তাপস রায়, শ্রীমতী অপর্ণা মৌলিক সহ রাজনৈতিক ব্যক্তিত্ব। এবারের আমাদের পুজোর প্রতিমার রূপদান করেছেন কুমোরটুলি র ইন্দ্রজিৎ পাল, মণ্ডপ সজ্জায় আছেন ভাট পাড়ার মা শীতলা ডেকরেটর, আলোক সজ্জায় আছে শাম নগর সাহা ইলেকট্রিক। এই সাংবাদিক সন্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষে খোকন দাস, বিশ্বজিৎ বর্ধন, অসীম ঘোষ, কুন্তল চন্দ , সুনীল গুহ ও ক্লাবের বিভিন্ন মহিলা সদস্যরা। সব মিলিয়ে জমে উঠবে এই দুর্গা উৎসব 2023।
Comments
Post a Comment