প্রকাশিত হতে চলা বইটির লেখকের কথা



তিনি প্রথম বাঙালি মুদ্রাকর, প্রকাশক, ছাপাখানা স্থাপক, প্রথম সচিত্র বাংলা  বইয়ের প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং তিনিই প্রথম শুধু বাংলা ভাষা নয়, যে কোন ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক। তিনি গঙ্গাকিশোর ভট্টাচার্য। উনি



শ শতকের শুরুতে  নবজাগরণকালের সেই ঊষালগ্নে কলকাতা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরবর্তী সাবেক বর্ধমানের পূর্বস্থলীর অখ্যাত গ্রাম বহড়া’র বাসিন্দা এক সাধারণ যুবক গঙ্গাকিশোর ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কলকাতাকে করে তুলেছিলেন গ্রন্থনগরী। বাংলা বই-পত্রিকার সেই ভগীরথ গঙ্গাকিশোর ভট্টাচার্যকে নিয়ে তাঁর সমসময়ে কলকাতা থেকে প্রকাশিত দুএকটি বাংলা-ইংরাজি পত্রিকায়, এমনকি লন্ডন থেকে প্রকাশিত ‘এশিয়াটিক জার্নাল’ পত্রিকায় তাঁর নাম উল্লেখিত হয়েছে। গত দুশ বছর ধরে নানা পত্রপত্রিকায় বাংলা বই ও সংবাদপত্রের ইতিহাস লেখায় উঠে এসেছে তাঁর নাম। বাংলা পাঠ্যপুস্তকেও প্রথম বাঙালি মুদ্রাকর, প্রকাশক হিসেবে চিহ্নিত আছেন তিনি। তবুও তাঁকে কেন্দ্র করে আজও অবধি হয়নি কোন পূর্ণাঙ্গ বই। মুদ্রাকর-প্রকাশক রূপে তাঁর ভূমিকা সম্পর্কে তুলনামূলক বেশি তথ্য পাওয়া যায় ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত ‘সাহিত্য সাধক চরিতমালা’ গ্রন্থের প্রথম খণ্ডে। বাংলা বই-পত্রিকার শুরুর সময়ের ইতিহাস লিখতে গিয়ে উক্ত গ্রন্থটিতে লেখক আরও অনেকের সাথে লিখেছেন গঙ্গাকিশোর সম্পর্কেও। ‘সাহিত্য সাধক চরিতমালা’ প্রকাশিত হয়েছে আজ থেকে ৮২ বছর আগে(বাংলা ১৩৪৬), গঙ্গাকিশোরের মৃত্যুর একশো দশ বছর পরে। স্বাভাবিকভাবেই অনেক তথ্য পাননি ব্রজেন্দ্রনাথ। আজও পাওয়া যায়নি গঙ্গাকিশোরের কোন ছবি ও তাঁর সম্পাদিত প্রথম সংবাদপত্র ‘বাঙ্গাল গেজেটি’র কোন কপি। ব্রজেন্দ্রনাথও পাননি, সে কথা তিনি উল্লেখও করেছেন তাঁর বইতে। 
সমকালে গঙ্গাকিশোর সেভাবে কোন মর্যাদা পাননি! কোন অভিমানে তিনি কলকাতার মূল সাহিত্য-চর্চা থেকে সরে এসে তাঁর মুদ্রাযন্ত্রটি নিয়ে চলে এলেন কলকাতা থেকে বহুদূরে নিজবসতবাটি প্রত্যন্ত বহড়া গ্রামে? তাঁর মৃত্যুর পরও কেমনভাবে চালু ছিল তাঁর ছাপাখানা? দেশি-বিদেশি ভাষায় প্রকাশিত তৎকালীন পত্রপত্রিকাগুলিতে কি লেখা হয়েছিল তাঁর সম্পর্কে সেসব তথ্যপ্রমাণ হাজির করার চেষ্টা করা হয়েছে ‘উপেক্ষিত নায়ক’ বইটিতে। 
যতদূর জানা গেছে ‘উপেক্ষিত নায়ক’ বইটিই এযাবতকালে এককভাবে গঙ্গাকিশোরকে নিয়ে লেখা প্রথম প্রকাশিত বই। বাংলা সংবাদপত্রের জনক, বাংলা সাহিত্যের ভগীরথ গঙ্গাকিশোর সম্পর্কে যারা জানতে আগ্রহী সেইসব উৎসুক পাঠক-গবেষক-পড়ুয়া যদি সামান্যতমও রসদ পান ‘উপেক্ষিত নায়ক’ বইটি থেকে তাহলে এই বই প্রকাশের সাথে যুক্ত প্রত্যেকের পরিশ্রম সার্থক হবে।  
                                    
                                               
   ---------------------------------------------------------

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন