বীণাপাণি চতুষ্পাঠির উদ্যোগে পৌরহিত প্রশিক্ষণ দুর্গাপূজা প্রশিক্ষণ ও গীতা পাঠ প্রশিক্ষণ শিবির
পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সহযোগিতায় ক্যানিং 1 নম্বর ব্লক কমিটির প্রচেষ্টায় এই সর্ব প্রথম তালদিতে চৌঠা আশ্বিন শুক্রবার সকাল ১০ ঘটিকায় গৌরবময় পন্ডিত মন্ডলীর উপস্থিতিতে শুরু হল বিনাপানি চতুষপাঠী।বহু প্রশংসিত পন্ডিত মন্ডলীর দ্বারা এখানে সুস্থ ও সুন্দর পরিবেশের মাধ্যমে পঠন পাঠন শেখানো হবে।ব্রাহ্মণদের জন্য থাকছে পূজা পাঠ, সর্বসাধারণ সনাতন ধর্মানুরাগীদের জন্য গীতা পাঠ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সভার সভাপতি পন্ডিত প্রহর সেই আদিত্য প্রসন্ন চক্রবর্তী প্রধান অতিথি পন্ডিত প্রবোর সি অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি কিংকর ব্রিটল রামানুজ মহারাজ পন্ডিত খুশিপন্ডিত খুশি লাল চক্রবর্তী ও ডাক্তার অর্ণব ঘোষাল
Comments
Post a Comment