ফাটাকেষ্টর কালীপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটিপুজোর মাধ্যমে

কোলকাতা (১৪ অক্টোবর '২৩):- দেবীপক্ষ শুরুর মুহূর্তে কালীপুজো মণ্ডপের জন্য খুঁটিপুজো সেরে ফেলল ফাটাকেষ্টর কালীপুজো খ্যাত নব যুবক সঙ্ঘ।
এই বছর ৬৬ বছরে পদার্পণ করল নব যুবক সঙ্ঘ-র কালীপুজো।
খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অয়ন চক্রবর্তী, নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন