মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের রজত জয়ন্তী বার্ষিকী
কোলকাতা (১৬ অক্টোবর '২৩):- সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ অপরাহ্নে কোলকাতার 'রবীন্দ্র সদন'-এ সংগঠনের রজতজয়ন্তী বর্ষ পালন করল 'মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট (কলাঙ্গন)'।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের কর্ণধার মেঘমিতা মিত্র সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, "২৫ তম বছরে পদার্পণ করল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট (কলাঙ্গন)-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই বছর বিশেষ অতিথি রূপে উপস্থিত থাকছেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য।"
এদিন সায়াহ্নে মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সঙ্গীত নাটক অ্যাকাডেমী পুরস্কার প্রাপ্ত শিল্পী তথা মেঘমিতা মিত্র-র গুরু সুস্মিতা মিশ্র।
Comments
Post a Comment