নতুন ছবিতে একসাথে অভিনেতা দীপাংশু আচার্য, সায়ন ঘোষ ও অনুরাধা মুখার্জী। মুক্তির অপেক্ষায় "পিস রেট"

এবারে একসাথে নতুন ছবিতে দেখা যাবে অভিনেতা দীপাংশু, সায়ন ঘোষ ও অনুরাধা মুখার্জীকে। মুক্তি পেল ছবির অফিসিয়াল পোস্টার ও চরিত্র ফার্স্ট লুক। ছবির নাম "পিস রেট"।  ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন ইইউটিউবার রুপম দত্ত। ছবিতে আরো মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমতীর্থ গাঙ্গুলী, রাশেদ রহমান ।


আদিম অকৃত্রিম বিস্ময়কর জগৎ প্রতি নিয়ত আমাদের এই অস্তিত্ব কে মাঝে মাঝেই অনেক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। "শান্তি"র আক্ষরিক সংজ্ঞা এবং তাকে আজীবন খুঁজে চলার চেষ্টায় সারা জগৎ নিমজ্জিত। শান্তি পাওয়া কি সত্যিই সম্ভব?

অমৃত গিরি সাইকোলজি তে পি এইচ ডি করছেন। ওনার বিষয় বস্তু হচ্ছে শান্তি। শান্তি  কয় প্রকার কি সে হয়  এবং জীবনের সেই সব  অভিজ্ঞতা যার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক ফোটা শান্তি তারই নিরলস বিশ্লেষণে  ও খোঁজে নেমে পড়ে অমৃত।
কিন্তু একের পর এক অভিজ্ঞতা অমৃত কে যেন আরো বেশি বিভ্রান্ত করে তোলে শান্তি খোঁজার নেশায় অশান্তির ঠিকানায় প্রবেশ করে অমৃত। বাজারে শান্তি বিক্রি হচ্ছে আর শেয়ার বাজারের মতোই তার শর্ত নিয়ে প্রতি নিয়ত দানা বাঁধছে কাঁড়ি কাঁড়ি অশান্তি। এই অশান্তির ঠিকানায় প্রায়  হারিয়ে গিয়ে এক অদ্ভুত সংগঠনের খোঁজ পায় অমৃত। যার নাম "পিস রেট এন্ড কোম্পানি"।
তারা কি আদৌ পারবে অমৃত কে সঠিক  শান্তির রাস্তা বাতলাতে? এই সবটাই নিয়ে ছবি "পিস রেট"। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জী, সিনেমাটোগ্রাফি করেছেন এমএক্স পারাজ, ছবির এডিটিং করেছেন অভিষেক মন্ডল। ছবিটি মুক্তি পাবে "ওয়াটারফল মাল্টিমিডিয়া প্রোডাকশন" এর ব্যানারে প্রযোজক রুপম দত্ত ও শামীম হাসান এর প্রযোজনাতে।
ছবিটি মুক্তি পাবে ১৪ই ফেব্রুয়ারি রূপমস রিভিউ ইউটিউব চ্যানেলে।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন