Raga Music Released The Bengali Modern Song, Mon Je Nache Dhaker Tale

কোলকাতা (১৭ অক্টোবর '২৩):- বাঙালির শ্রেষ্ঠতম উৎসব দুর্গোৎসবের প্রাক মুহূর্তে সঙ্গীত নির্মাতা সংস্থা 'রাগা মিউজিক' বাজারে আনল নতুন বাংলা গান 'মন যে নাচে ঢাকের তালে'। 
গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী-র কথায় ও সুরকার তথা সঙ্গীতশিল্পী অমিত বন্ধু ঘোষ-এর কণ্ঠে এল এই গান।

মিউজিক অ্যালবামের প্রকাশ উৎসবে উপস্থিত ছিলেন বিধানসভার বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ি, চলচ্চিত্র নির্দেশক মলয় মণ্ডল, সঙ্গীতশিল্পী অমিতবন্ধু ঘোষ সহ আরো অনেকে।

সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অনাথবন্ধু ঘোষ জানান, "আশা ভোঁসলের বায়োপিকে কাজ করার উদ্দেশ্যে দু একদিনের মধ্যে আমাকে দিল্লী যেতে হচ্ছে।"

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন