হুগলির সিমলাগড়ে স্বামী প্রণবানন্দ দিব্যাঙ্গ সেবা নিকেতন

কেউ জন্মকাল থেকে আবার কেউ বা বয়সকালে নানা অসুস্থতার কারণে ও শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে পড়েন। এই সমস্ত দিব্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের এখন থেকেই এক ছাতার তলায় থাকা এবং খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করলো ভারত সেবাশ্রম সংঘ।  সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র হুগলি জেলার সিমলাগড়ে চালু হল স্বামী প্রণবানন্দ দিব্যাঙ্গ সেবা নিকেতন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সংঘের কার্যকারী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, কলকাতার মনোবিকাশ কেন্দ্রের নির্দেশক ডক্টর অনামিকা সিনহা প্রমূখ।
সিমলাগড়ে জি টি রোডের ধারে চারতলার এই দিব্যাঙ্গ সেবা নিকেতনের উদ্বোধন করে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। গ্রামেরই কয়েকটি পরিবারের সহযোগিতায় সিমলাগড়ে এই কেন্দ্রে তৈরি হল। বর্তমানে এখানে ১৬ জন অটিজম ও বিশেষভাবে সক্ষম ছেলেওমেয়েকে তাদের বাবা মায়ের সঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ চাহিদা সম্পন্ন এবং অটিজম ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি তাদের চিকিৎসা ও শারীরিক - মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপরেও জোর দেওয়া হবে। হুগলি জেলার পান্ডুয়া থানার অধীনে রয়েছে 
ভারত সেবাশ্রম সংঘের সিমলাগড় শাখার অধ্যক্ষ স্বামী সর্বাত্মানন্দ মহারাজ বলেন, ২০২১ সালে সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই গ্রামীণ সেবা কেন্দ্র তৈরি হয়। তারপর থেকে বিনামূল্যে চক্ষু সহ নানা চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। সংশ্লিষ্ট গ্রামের কয়েকটি পরিবারের সহযোগিতায় এই দিব্যাঙ্গ সেবা নিকেতন গড়ে তোলা হয়েছে। আগামীদিনে আবাসিকরা ছাড়াও যাতে পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে দিব্যাঙ্গ ছেলেমেয়েরা এখানে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পান তারও সুব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন