রাষ্ট্রবাদী পত্রকার সংঘের উদ্যোগে সাংবাদিক গ্রেফতারের বিরুদ্ধে মোমবাতি মিছিল ও রাজভবনে ডেপুটেশন

২০শে ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ প্রেস ক্লাব কোলকাতার সামনে থেকে শুরু হওয়া মিছিলে যোগ দিয়েছিলেন প্রায় পঞ্চাশেক কাছাকাছি সাংবাদিকেরা।

 তবে মিছিলে হেটেছেন কোলকাতার বহু সাংবাদিক। সাংবাদিকদের মিছিলটি ধর্মতলা মোড় হয়ে বাম দিকে ঘুরে ওয়াই চ্যানেলে পৌছালে বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড করে তাদের পথ আটকায়। সাংবাদিকেরা রাজভবনে যেতে চাইলে পুলিশ ১৪৪ ধারা মোতায়েন থাকার কথা জানায়। অত:পর সাংবাদিকেরা জানান, তারা আইনভঙ্গকারী নন, পুলিশের সাথে সহযোগিতা করেই সন্তু পানের গ্রেফতারির প্রতিবাদ জানাবেন। সেইমতন একটি প্রতিনিধি দলকে রাজভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারা রাজভবনে লিখিত ডেপুটেশন দিয়েছেন, এবং সন্তু পানের নি:শর্ত মুক্তি সহ গোটা ঘটনায় দ্রুত মহামহিম রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন। এই মিছিলের অন্যতম আহ্বায়ক শৌভিক ব্যানার্জি জানান, "সন্তু পান একা নন, রাজ্যের যেকোনো সাংবাদিকের সাথে অন্যায় কিছু হলেই গর্জে উঠবে রাষ্ট্রবাদী পত্রকার সংঘ, পশ্চিমবঙ্গ শাখা। একইসাথে প্রয়োজনে সেই সাংবাদিককে বিনামূল্যে আইনি সহায়তাও করা হবে সংগঠনের সভাপতি নরেশ শ্রীবাস্তবের নেতৃত্বে।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন