দক্ষতার মিশেল: মেডিকা আয়োজন করল হাতের অস্ত্রোপচারের উপর একটি অ্যাডভান্সড কোর্স পূর্ব ভারতের মেডিক্যাল প্রফেশনালদের জন্য


কলকাতা, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪: পূর্ব ভারতের অন্যতম প্রধান বেসরকারী হসপিটাল চেন, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের, অর্থোপেডিক বিভাগ ঘোষণা করল হাতের অস্ত্রোপচারের উপর একটি অ্যাডভান্সড কোর্স। এই দুই দিনের ইভেন্টের আয়োজনে সাথে রয়েছে ইন্ডিয়ান সোসাইটি ফর সার্জারি অফ দ্যা হ্যান্ড ( আইএসএসএইচ) এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (ডব্লিউবিওএ) এবং ওয়ার্কশপটি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে আয়োজিত হবে। ডঃ বিকাশ কাপুর, ভাইস চেয়ারম্যান, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, গ্রুপ ডিরেক্টর - অর্থোপেডিক, রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন এবং আর্থ্রোস্কপিক স্পেশালিস্ট অর্থোপেডিক সায়েন্স এবং ডঃ অনির্বাণ চ্যাটার্জি, সিনিয়র কনসালটেন্ট, হ্যান্ড এবং পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জেন এবং ফ্যাকাল্টি - ডিএনবি অর্থোপেডিক, মেডিকা ইনস্টিটিউট অফ অর্থোপেডিক সায়েন্স, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, এই ওয়ার্কশপে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন হসপিটালে। এই ওয়ার্কশপ হতে চলেছে ২৪ এবং ২৫ শে ফেব্রুয়ারি। 
এই কোর্সে থাকছে বেশ কিছু লেকচার, আগের থেকে রেকর্ড করে রাখা ভিডিও, কিছু আলোচনা যা প্রফেশনালদের ভীষণ ভাবে উপকৃত করবে। এছাড়া যোগদানকারীদের কাছে সুযোগ থাকবে হাতেকলমে বিভিন্ন হাড়ের মডেল এবং পোরসিনের স্পেসিমেন নিয়ে কাজ করার। এর ফলে প্র্যাকটিকাল দক্ষতা বাড়ানোর দিকটি সুবিধা হবে অভিজ্ঞ হাতের সার্জেন দের অধীনে। এছাড়া নামিদামি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে থাকছেন প্রফেসর ভাস্করানন্দ কুমার, যাকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হ্যান্ড সার্জনের তরফ থেকে হাতের অস্ত্রোপচারের একজন পাইওনিয়ার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া থাকবেন প্রফেসর অনিল ভাট ( বিভাগীয় প্রধান, হ্যান্ড সার্জারি এবং অ্যাসোসিয়েট ডিন, কসতুরবা মেডিক্যাল কলেজ, মনিপাল), প্রফেসর সঞ্জয় গিরি (প্লাস্টিক সার্জারি বিভাগ, এইমস, ভুবনেশ্বর)। এছাড়া তাদের সাথে যোগ দেবেন একাধিক হাতের অস্ত্রোপচারের বিশেষজ্ঞ যারা পুরো ওয়ার্কশপ জুড়ে যোগদানকারীদের সাহায্য করবেন। 
মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতায় রয়েছে একটি দুর্দান্ত টিম, যেখানে রয়েছেন খ্যাতনামা অর্থোপেডিক এবং প্লাস্টিক সার্জেনরা। ডঃ বিকাশ কাপুর, ডঃ কৌস্তভ দেবনাথ, ডঃ রাজীব চ্যাটার্জি, ডঃ সুমাইয়ু দত্ত এবং ডঃ কৌশিক নন্দীর মত ডাক্তাররা, যারা দিনরাত এক করে চিকিৎসা পরিষেবা প্রদান করে যাচ্ছেন সেই সমস্ত মানুষদের যাদের হাতে আঘাত রয়েছে বা অন্য কোন অর্থোপেডিক সমস্যা রয়েছে। হসপিটালের লক্ষ্য হল রোগীর চিকিৎসার দিকটি পুরো দেখা। এর সাথে রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্টরা, যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন হাতের স্বাভাবিক ক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং পুরোদস্তুর রিহ্যাবে। 
মানুষের হাত একটি জটিল গঠনের মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে হাড়, টেন্ডন, স্নায়ু এবং রক্তনালী। দৈনন্দিন কাজকর্ম করার ক্ষেত্রে হাত ভীষণ প্রয়োজনীয়। তবে হাতের ফ্র্যাকচার এবং গভীর আঘাত কিন্তু ভারসাম্যের ক্ষতি করতে পারে, জ্বর ফলে ভবিষ্যতে হাত তার সক্ষমতা ফিরে নাও পেতে পারে যদি না সময়মত কার্যকরী চিকিৎসা হয়। তাই এই বাস্তব মাথায় রেখে এবং জনস্বার্থে এই প্রয়োজনীয়তার দিকটি অনুভব করে হাতের অস্ত্রোপচারের উপর এই অ্যাডভান্সড কোর্স আয়োজন করা হয়েছে যাতে এই ধরনের চোট বা আঘাতের ক্ষেত্রে কোর্সে যোগদানকারী মেডিক্যাল প্রফেশনালদের দরকারি তথ্য এবং দক্ষতা কেন্দ্রিক আঙ্গিকে সাহায্য করা যেতে পারে। 
ডঃ বিকাশ কাপুর এই প্রসঙ্গে বুঝিয়ে বলেন,"হাতের সমস্যা এবং চোট আঘাত অনেক সময়েই অবহেলিত থেকে যায় এবং পর্যাপ্ত যত্ন নেওয়া হয় না। এই ধরনের গাফিলতির ফলে দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে রোগীদের। অনেক সময় এর জন্য হাতের কার্যক্ষমতা হ্রাস পায় এবং গভীর ক্ষতি হয়ে যায়। দুর্ভাগ্যজনক ভাবে অনেকেই বিভিন্ন কারণে হাতের চিকিৎসা করান না। প্রয়োজন রয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করার। হাতের ক্ষেত্রে বিশেষ পরিষেবা দেওয়ার উদ্দেশে আমাদের ডিপার্টমেন্ট শুরু করেছে বিশেষ একটি ইউনিট যেখানে হাতের সমস্যা, রোগ, বিভিন্ন বিকৃতি ও ট্রমা নিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং চিকিৎসা দক্ষতা গড়ে তোলার তাগিদে আমরা পার্টনারশিপ করেছি ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান সোসাইটি অফ হ্যান্ড সার্জনের সাথে। 


আমাদের লক্ষ্য হল মেডিক্যাল প্রফেশনালদের বিশেষ হাতের চিকিৎসা এবং অত্যাধুনিক টেকনিক নিয়ে আরো বিশদে শিক্ষিত করে তুলতে।"

ডঃ অনির্বাণ চ্যাটার্জি, জানান,"হাতের অস্ত্রোপচারের উপর এই ওয়ার্কশপ খুবই ভালো প্ল্যাটফর্ম মেডিক্যাল প্রফেসনালদের জন্য যারা হাতের চোটের বা আঘাতের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা প্রদানের দিকটি উন্নত করতে চান এবং আরো গভীরে বুঝতে চান। এই আধুনিক হাতের অস্ত্রোপচারের ওয়ার্কশপের লক্ষ্য হল সামনের দিনের ডাক্তারদের জন্য এমন একটি সুযোগ দেওয়া যার ফলে অর্থোপেডিক জগতের অনেক কিছু জানা এবং নতুন পদ্ধতি, স্পেশালাইজড ট্রিটমেন্ট পদ্ধতি এবং আধুনিকতার সাথে নতুন ইনোভেশন প্রয়োগ করা। আমরা খুব গর্বিত যে এরকম একটি শিক্ষণ কেন্দ্রিক ওয়ার্কশপ আয়োজন করতে পেরেছি যেখানে ঐতিহ্যশালী মেডিক্যাল সোসাইটির সাথে আমাদের পার্টনারশিপ হয়েছে। আমরা আশা করছি এই দুই দিনের ওয়ার্কশপে ৫০ এর ও বেশি রেজিস্ট্রেশন হবে যারা সামনের দিনে অস্ত্রোপচারের ক্ষেত্রে অগ্রসর হতে চান।"
হাতের অস্ত্রোপচারের উপর এই অ্যাডভান্সড কোর্সে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে বিভিন্ন মেডিক্যাল প্রফেসনালরা। এটা তাদের কাছে শুধু অনেক কিছু শেখা, জানা এবং একসাথে কাজ করার ক্ষেত্রে লাভ হবে না, তার সাথে সাথে হাতের অস্ত্রোপচার করার ক্ষেত্রে স্কিলের উন্নতি হবে। 
অয়নাভ দেবগুপ্ত, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল,বলেন,"স্কিল উন্নত করার দিকটি উপলব্ধি করা এখন খুব প্রয়োজন, বিশেষ করে বর্তমান স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে। বর্তমানে হাজারের উপর জয়েন্ট রিপ্লেসমেন্টের এবং মিনিমালি ইনভেসিভ পদ্ধতি রয়েছে এবং মেডিকায় এই ধরনের বিশেষ অস্ত্রোপচার করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত রিসোর্স রয়েছে। এই দুই দিন ব্যাপী অত্যাধুনিক হাতের অস্ত্রোপচারের ওয়ার্কশপ এবং নামী দামী সংস্থার সাথে জ্ঞানের আদান প্রদান একজন অর্থোপেডিক সার্জেনের ক্ষমতা অনেকটাই বাড়াতে সাহায্য করবে। এর ফলে সার্বিক ভাবে অনেকটাই ভালো ফল দিতে সাহায্য করবে বিশেষ করে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল।"

মেডিকা গ্রুপ অফ হসপিটাল সম্পর্কে: মেডিকা গ্রুপ অফ হসপিটাল, পূর্ব ভারতের অন্যতম প্রধান হসপিটাল চেন, একাধিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বানিয়েছে পূর্ব ভারতে শেষ কয়েক বছরে। বর্তমানে এই গ্রুপের উপস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওডিশা, বিহার এবং আসামে।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন