বালক সংঘের শতবর্ষের সূচনায় সন্দীপ পাটিল
একশো বছরে পা দিতে চলেছে ভবানীপুরের বালক সংঘ ক্লাব। সারা বছর ধরে চলবে নানা অনুষ্ঠান। যার সূচনা হবে ১১ ফেব্রুয়ারি সকালে, প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার সন্দীপ পাটিলের হাত দিয়ে। রয়েছে ঘুড়ি উৎসবও। নানা রংয়ের, নানা ডিজাইনের ঘুড়ি উড়িয়ে হবে প্রতিযোগিতা। কলকাতার বাইরের টিমও অংশ নেবে। এ ছাড়াও সারা বছর ধরে ফুটবল, ব্যাডমিন্টান, টেবল টেনিস টুর্নামেন্টও চলবে।
সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বালক সংঘের পক্ষে এই ঘোষণা করেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তাঁর উদ্যোগেই আসছেন সন্দীপ পাটিল। সেই দিন পাটিলের সঙ্গে মিডিয়ার কথা বলার ব্যবস্থাও থাকবে। অভিষেক বলেন, ‘কলকাতায় এক সময় ঘুড়ি ওড়ানোর ঐতিহ্য ছিল। সেটাই ফিরিয়ে আনা হচ্ছে। একেবারে আইপিএলের ধাঁচে এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে। সন্দীপ পাটিলও এটা শুনে উৎসাহ দেখিয়েছেন।’
Comments
Post a Comment