শিল্পী সংহতি দাসের ‘অন্তত একবার দেখা কোরো’- নতুন বাংলা গান আনুষ্ঠানিক মুক্তি পেল আজ।
কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে গানটি রিলিজ করেন সংহতি, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ("Sanghati Das Music" )-র জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির গীতিকার সুরঞ্জন দাস। অসমীয়া ও বাংলায় এ পর্যন্ত সংহতির নিজের গানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টি।
‘অন্তত একবার দেখা কোরো’ গানটি সুর দিয়েছেন এবং গেয়েছেন শিল্পী সংহতি স্বয়ং। সংগীতের আয়োজনে ছিলেন সৌরভ চক্রবর্তী । গানটির আয়োজনে সুপরিচিত তিমির বিশ্বাসের চিন্তাভাবনার কথা উল্লেখ করেছেন সংহতি।
গীতিকার সুরঞ্জন গানটি যে ভাবনা থেকে লিখেছেন তা তুলে ধরেন। বলেন- “বাংলার চারপাশটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। অনেক বন্ধুদের সাথে আর দেখা হয় না। যোগ্যতা অনুযায়ী কলকাতায় তাদের কাজ নেই। স্বাভাবিকভাবেই তারা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই ইত্যাদি শহরে থাকছেন। কলকাতায় যখন আসেন দেখা হয়, কালেভদ্রে। অথচ এক বেঞ্চ এক স্কুল একই পড়ার ব্যাচ। সন্ধ্যের পর ভেবেছিলাম যে যার কাজ থেকে ফিরে আড্ডা দেব সবাই। সে আর হল না।“
“মনে পড়েছিল একটি মেয়ের কথা। আসলে শুরু সেখানেই, কোনও মেয়ের মুখ মনে করেই। তারপর গানটা আর শুধু নারীকেন্দ্রিক থাকে নি। মন থেকে মন হয়ে অনেক মানুষের মধ্যে দিয়েই ছুটে চলেছে। অনেক মানুষের নাম আছে এখনও কনট্যাক্ট লিস্টে যারা আর বেঁচে নেই। তাদের কথাও কি মনে পড়ে নি? কী জানি!” যোগ করেন সুরঞ্জন ।
‘অন্তত একবার দেখা করো ‘ গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় সংহতি জানিয়েছেন- গানটি অদ্ভুত ভাবে একটা এক্সাইটমেন্ট তৈরি করেছে আমার ভেতর। আমি এত গান করি কিন্তু এই গানটা বিশেষভাবে খুবই আপন হয়ে পড়েছে। মানে হয় না কি বাড়ির তিন ছেলের মধ্যে কোন একটা ছেলে একটু বেশি প্রিয় হয়ে যায় মা বাবা বাবার কাছে। সেরকম ব্যাপার এই গানটা নিয়ে পরিকল্পনা চাই গানটা আরও মানুষ শুনুক বহু মানুষের কাছে যাতে পৌঁছয় এবং বহু মানুষ যাতে এই গানটি শুনে তাদের পুরনো প্রেম হোক কিংবা পুরনো কোনও সম্পর্কের কথা মনে করেন এবং সেটা মনে করে তাদের প্রিয় মানুষদের সাথে তা ভাগ করে নিন। প্রধান কথা হলো- গানটি খুব এক্সপেক্টেশন নিয়ে বানানো হয় ।এই গানটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী এবং গানটি যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছয় সেটাই মূল উদ্দেশ্য।
“আগে অবশ্যই নিজস্ব গান অরিজিনাল কাজ তো করেছি এবং আমি সবসময় চেষ্টা করি যাতে প্রতিটা গান প্রতিটা থেকে আলাদা হয়। এর আগে যে কাজটি ছিল তার নাম "রাতের আকাশ"। তার আগে যে অরিজিনাল কাজ ছিল "চোখের ভাষা" তারও আগে আমার অরিজিনাল কাজ "দুজনে হারাই কোথাও".সবকটাই আমার নিজস্ব কম্পোজিশন এবং সবকটা গান ই ভিন্ন। তবে এর মধ্যে ‘ অন্তত একবার দেখা করো ‘বিশেষ ভাবে আমার খুব কাছের একটি গান.। গানের কথাটি পড়েই আমার মনে হয়েছিল যে গানটা আমার, আমার নিজের কথা বলছে। এবং প্রত্যেকে আমার মনে হয় নিজেকে গানটার সাথে রিলেট করতে পারবেন।“ যোগ করেন সংহতি।
“বাংলা ছাড়া হিন্দি তো গেয়েছি এবং অসমীয়া ভাষাতেও গান গিয়েছি, ও সেখানে আমার বেশ কয়েকটি অরিজিনাল কাজ রয়েছে কভার /রিমেক তো আছেই. বাংলা সাথে সাথে অসমীয়া ভাষাও আমার ভীষণ আপন এবং প্রিয় একটি ভাষা তাই বাংলার সাথে আসাম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এবং সেখানের প্রতি দায়িত্ব রেখে সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট আমার নিজের কম্পোজিশন ‘চোখের ভাষা’ এর অসমীয়া ভার্সনও আমি করেছি।“ “অন্য ভাষায় গান গেয়েছি তার অবশ্যই রেকর্ডিং হয়েছে এবং ভিডিও বানানো হয়েছে কিছু গান আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে কিছু আরও বিভিন্ন নাম করা চ্যানেলে থেকে প্রকাশ পেয়েছে যেমন টাইমস মিউজিক ধনী রেকর্ডস ইত্যাদি।“
সঙ্গীত জগতে অনেক শিল্পীর সান্নিধ্যই পেয়েছেন সংহতি। যার মধ্যে সর্বাগ্রে আছেন-আসামের বিখ্যাত এবং বলিউডের জুবিন গর্গ । যিনি প্রতিমুহূর্তে আমাকে উনি অনুপ্রাণিত করেন সাপোর্ট করেন গাইড করেন। এছাড়াও আছেন জনপ্রিয় গায়ক কে কে। পাশাপাশি কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার পরিবারের সংগেও একটা যোগসূত্র তৈরি হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
গান গাওয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংহতি বলেন- গান গেয়ে যাব নতুন নতুন কাজ করব অরিজিনাল কাজ করব এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব। নতুন প্রজন্ম যে ভালো গান বানাতে পারে সেটা অবশ্যই মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং আরও যে পরিকল্পনা আছে তা হল, অসমের কিছু প্রচুর ভালো ভালো গান আছে যেগুলো বাংলা ভার্সন করতে চাই যাতে ভালো সুর গুলো শুধু অসমের মধ্যে নয় বাংলার মানুষের কানেও পৌঁছয়।
সংগীত শিক্ষা
গান শেখা শুরু ১০ বছর বয়স থেকে স্বর্গীয়া পাপিয়া বিশ্বাস এর হাত ধরে এবং পরবর্তীতে পন্ডিত নীহাররঞ্জন ব্যানার্জি অরিজিৎ চক্রবর্তী অনির্বাণ চট্টোপাধ্যায় ডক্টর শ্রীকুমার চ্যাটার্জীর কাছ থেকেও সংগীতের শিক্ষা পেয়েছেন। এঁদের সকলের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছি এবং এখনও শিখে চলেছি। এবং ২০১৫ সাল থেকে প্রফেশনালি গান-বাজনা করছি। বলেন সংহতি।
সম্মান
সংগীত জীবনের খুব অল্প দিনের সফরে সংহতির ঝোলায় এসেছে বেশ কিছু সম্মান। যার মধ্যে রয়েছে- ২০১৫ সালে সারা বাংলা সংগীত প্রতিযোগিতা থেকে প্রথম স্থানের শিরোপা। ২০১৬ সালে আধুনিক বিভাগে প্রথম স্থান, রবীন্দ্র সংগীত প্রথম স্থান অধিকার । এছাড়াও অসমে ভূপেন হাজারিকা অ্যাওয়ার্ড,।
অবশ্যই এরকম গান গাওয়ার পরিকল্পনা আছে এবং হাতে আরও অনেক গানের কম্পোজিশন আছে একটা একটা করে সেগুলো রিলিজ হবে বলে জানিয়েছেন শিল্পী সংহতি দাস।
Comments
Post a Comment