কানে শোনা সমস্যার সমাধানে বাটানগরে সূচনা হল অভিনব হিয়ারিং এড মলের। সমস্ত কোম্পানির হিয়ারিং এড এক জায়গায় মিলবে। চোখে দেখে কানে লাগিয়ে কিনতে পারবেন কানের শোনার যন্ত্র
শব্দদূষণের কবলে পড়ে শ্রবণশক্তি ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কানে শোনার সমস্যা বাড়ছে দিন। সচেতনতার অভাবে মানুষ বুঝতে পারছেন না কী করবেন, কোথায় যাবেন। বাটানগর ও বজবজের সাধারণ মানুষের কানে শোনার সমস্যা সমাধানে এগিয়ে এল বেঙ্গল রিহ্যাবিলেশন গ্রুপ। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হিয়ারিং এইড চেন হিসেবে কাজ করছে এই সংস্থা।
কলকাতার সমস্ত বড় বেসরকারি হাসপাতালে এই সংস্থা এক ছাদের নীচে কানের শোনার যন্ত্র নিয়ে হিয়ারিং এড মল তৈরি করেছে সংস্থা। এবার সংস্থা বাটানগরে খুলল অভিনব হিয়ারিং এড মল। বজবজ, বাটানগর ও মহেশতলার বাসিন্দারা এখানে এসে কানের সমস্যা সমাধানের নানা পরামর্শ নিতে পারবেন বলে জানালেন সংস্থার ডিরেক্টর ডাঃ সুর্পণ দাস।
এর আগে আমরি ক্লিনিক সাদার্ণ এভিনিউ এই মলের উদ্ভোধন হয়। এবার বাটানগরে একই ছাদের নীচে মিলবে নানা কোম্পানির হিয়ারিং এড। সাধারণ মানুষের সুবিধার্থে কানে শোনার যন্ত্র অর্থাৎ হিয়ারিং এড কিস্তিতেও পাওয়া যাবে। এছাড়া স্থানীয় মানুষদের বিশেষ ছাড়ের ব্যবস্থাও করছে এই সংস্থা।
Comments
Post a Comment