নবাগত শিল্পীদের মুশকিল আসান পরিচালক প্রদীপ বিশ্বাস
আশার ছলনে ভুলি কী ফল লভিনু হায়, তাই ভাবি মনে? জীবন- প্রবাহ বহি কাল - সিন্ধু পানে যায় , ফিরাবো কেমনে? দিন- দিন আয়ু হীনবল দিন- তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়! মধু কবির আত্মবিলাপ আজ অনেক নতুন প্রজন্মের আত্মবিলাপ হয়ে ওঠে, যখন টিন সেল দুনিয়ার হাতছানি আলেয়ার আলো হয়ে ওঠে। যে কোনোদিন সন্ধায় টালিগঞ্জের মহানায়ক
উত্তমকুমার মেট্রো স্টেশনে কান পাতলে শোনা যায়, বাতাসে সেই হাহাকার নব্য প্রজন্মের । টলি ও টেলি দুনিয়ায় নিজের অভিনয় ক্ষমতায় আস্থা রাখা কলকাতা ও জেলা থেকে আসা ছেলেমেয়েদের দরজায় দরজায় কড়া নেড়ে নিজের যোগ্যতা প্রমাণের আপ্রাণ চেষ্টা। কারও ভাগ্যে শিকে ছেঁড়ে । বেশিরভাগ ক্ষেত্রে শিল্পী হওয়ার বাসনা কুহক হয়ে ওঠে। কখনও কখনও আর্থিক প্রতারণা নয়ত শরীরী প্রতারণার শিকার হতে হয় ।বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। মিটু শব্দটি আন্তর্জাতিক। হলি, বলি টলি তে এক ট্র্যাডিশন।
কেউ পান প্রতিষ্ঠা, কেউ ফিরে যান ঘরে। একদিন যে রাস্তায় সিনেমার পোস্টারে নিজের ছবি দেখতে চেয়েছিল , হয়ত তার জীবিকা হয়ে ওঠে পোস্টার সাঁটার কাজ। সেই মুশকিল আসানের কথা বলছেন, কাহিনীকার ও পরিচালক প্রদীপ বিশ্বাস। প্রদীপবাবুর বক্তব্য , স্বপ্নের ফেরিওয়ালা হয়ে একদিন আমিও এসেছিলাম সিনে সাম্রাজ্যের দুনিয়ায়। উত্তমকুমারও এসেছিলেন একদিন। সেদিন ছিল তাঁর প্রথমদিন। যাঁরা নিজেকে বিনোদন জগতে প্রতিষ্ঠিত করতে চান তাঁদের প্রথমদিন দিয়ে ভবিষ্যত কল্পনা করা যায় না। অনেকে মিথ্যে আশ্বাসে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়ে কেউ ফিরে গেছেন ঘরে।কেউ কেউ এখনও দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন লক্ষ্যে ভরসা রেখে। আমি বলব আমার সঙ্গে দেখা করুন। পয়সা কখনও অন্তরায় হতে পারে না। আপনার নিষ্ঠা আর একাগ্রতা যদি থাকে, আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর লক্ষ্য পূরণে সাহায্য করব কথা দিচ্ছি।
রোজ আমি ওয়ার্কশপ করি। সেখানে আপনিও আমার কর্মযজ্ঞে সামিল হতে পারেন। প্রদীপ বিশ্বাস এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি ও ও টি টি প্ল্যাটফর্মে ব্যস্ত। সানরাইজ প্রোডাকশনের সঙ্গে চারটি ও টি টি ছবির জন্য চুক্তিবদ্ধ। এছাড়াও সুলেখা ফিল্মস ও পারমিতা ফিল্মসের দুটি ছবিতে চুক্তিবদ্ধ। এছাড়াও নিজের সেক্সোভিটা আগামী ২৬ জুন শুটিং শুরু। ও টি টি ছবি পঞ্চায়েত প্রধান। সুন্দরবনের এক পঞ্চায়েত প্রধানের কাজকর্ম নিয়ে ছবির কাহিনী এগোবে। আর একটি ছবি দেশের মাটি। ইতিমধ্যে চারদিনেরন শুটিং শেষ । বাকি আটদিনের কাজ। একটি বড় ব্যানারের ছবি এটি। প্রদীপবাবু নতুন পুরানো নিয়ে একটি টিম গড়ে তুলেছেন
আগামী দিনে বাংলার চলচ্চিত্র শিল্পের উত্তরণের ভার থাকবে নতুন প্রজন্মের কাছেই। তাই নতুন শিল্পীদের নিয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখেন তিনি। আগামী ২৯ মার্চ শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ অবলম্বনে প্রদীপ বিশ্বাস পরিচালিত ও অভাগী ছবিটি মুক্তি পাচ্ছে। তাঁর আগামী ছবিগুলির নাম হিরো, লাভার, অত্যাচার, আমি শুধু তোর, পুতুল নাচ ও পদ্মাবতী। ইতিমধ্যেই প্রদীপ বিশ্বাসের প্রেমাগ্নি ছবি প্রদর্শিত হয়েছে।
Comments
Post a Comment