আকাশ ইনস্টিটিউটের ১৫তম ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম (ANTHE) নিয়ে এসেছে সাফল্যের নতুন দিগন্ত! ক্লাস VII-XII শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত বৃত্তি এবং অসাধারণ পুরস্কার জেতার সুযোগ

কলকাতা, ২৬ জুলাই, ২০২৪: আকাশ ইনস্টিটিউট (আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড) তাদের ফ্ল্যাগশিপ বৃত্তি পরীক্ষা আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম (ANTHE) ২০২৪-এর শুভারম্ভ করল।
উদ্বোধনী অনুষ্ঠানে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের সিইও ও এমডি মিস্টার দীপক মেহরোত্রা বললেন, " ANTHE বহু প্রতিভাবান শিক্ষার্থীর স্বপ্ন পূরণে একটি সেতুর কাজ করেছে। ১৫ বছর উদযাপন করতে গিয়ে, আমরা সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের কাছে আমাদের কোর্স আরও সহজলভ্য করার চেষ্টা করেছি। এএনটিএইচই শিক্ষার্থীদের নিজ গতি ও সুবিধামতো এনইইটি ও জেইই-এর জন্য প্রস্তুতি নিতে সহায়তা করে। আমরা আশা করছি, ANTHE ২০২৪-এ ব্যাপক অংশগ্রহণ হবে এবং আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পথপ্রদর্শন করতে অঙ্গীকারবদ্ধ।"

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের চিফ কোর্ডিনেটর মিসেস বিনা আগরওয়াল জানালেন, "গত ১৫ বছর ধরে আমরা ANTHE কে এক উৎসবের মতো পালন করেছি, কারণ শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই পরীক্ষার অপেক্ষায় থাকে। " বোটানি বিভাগের এইচ ও ডি  মিস্টার শাদাব আনসারি বলেন, " ANTHE নিট ও জেইই-এর জন্য আশীর্বাদস্বরূপ, কারণ এতে শিক্ষার্থীরা ১০০% পর্যন্ত বৃত্তি পেতে পারে, যা তাদের পরিবারের জন্য একটি বড় সহায়তা।"

ANTHE ২০২৪ অনুষ্ঠিত হবে ১৯শে অক্টোবর থেকে ২৭ই অক্টোবর, ২০২৪, সারা দেশে অনলাইন এবং অফলাইন মোডে কার্যকৃত হবে। কোর্স ফিতে ১০০% পর্যন্ত বৃত্তি ছাড়াও, শীর্ষস্থানীয় প্রাপকরা নগদ পুরস্কার পাবেন এবং পাঁচজন শিক্ষার্থী পাবেন ক্যানাডা স্পেস সেন্টার, ফ্লোরিডা, ইউএসএ-তে ৫ দিনের সম্পূর্ণ খরচবিহীন ভ্রমণের সুযোগ।



Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন