বাটা কোম্পানির আরডিসি ভোটে গোপাল সাহার নেতৃত্বে নতুন জয়ের সুচনা, পীযূষ দাসের গোষ্ঠী হেরে গিয়ে কোণঠাসা

১৪ ডিসেম্বর : মহেশতলার বাটা কারখানার রিটেল ডিস্ট্রিবিউশন সেন্টার (আরডিসি)-এর কন্টাক্টরস লেবার ইউনিয়নের গোপন ব্যালটে অপ্রত্যাশিত  ভাবে জয়ী হলেন তৃণমূলের তিন কাউন্সিলার গোপাল সাহা, অলকা মাইতি এবং তরুণ মণ্ডলের গোষ্ঠী। জয়ী হয়ে নতুন দাবি সনদ নিয়ে এগিয়ে চলেছে। এ জয় শুধু একটি গোষ্ঠীর নয়, বরং আরডিসি শ্রমিকদের জন্য একটি নতুন যুগের সূচনা।  
গোপাল সাহা, যিনি ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে পরিচিত, শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে বরাবরই দৃঢ় এবং নিবেদিত। তার নেতৃত্বে শ্রমিকদের স্বার্থে যে সংগঠনের কাজ এগিয়ে চলেছে, তা আরডিসির ভবিষ্যতের উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। গোপাল সাহার দূরদর্শিতা, স্পষ্ট সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা এবং শ্রমিকদের প্রতি আন্তরিকতাই তাকে এই ভোটে জয়ী করেছে।  
অন্যদিকে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা পীযূষ দাসের গোষ্ঠী সম্পূর্ণরূপে শ্রমিকদের স্বার্থে নিস্ক্রিয় ভুমিকা পালন করেছে। শ্রমিকদের বেতন, পিএফ বা গ্রাচ্যুইটির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কোনো উদ্যোগই নেয়নি তারা। বরং তাদের শাসনকালে সংগঠনের কার্যকলাপ ছিল স্থবির। ফলে শ্রমিকদের অসন্তোষ দিন দিন বেড়েছে, যা এবারের ভোটে স্পষ্ট হয়ে গেছে।  
গোপন ব্যালটে ১১২ জন ভোটদাতার মধ্যে ৮০ জন ভোট দেন, যার মধ্যে ৭৯টি ভোট পড়ে গোপাল সাহার গোষ্ঠীর নতুন দাবি সনদের পক্ষে। এ জয় শ্রমিকদের বিশ্বাসের প্রতিফলন। ভোটের সময় উপস্থিত ছিলেন গোপাল সাহা এবং অলকা মাইতি, যাঁরা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চাহিদাগুলো বুঝতে পেরেছেন।  

এবার নতুন দাবি সনদ নিয়ে বাটা কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে শ্রমিকদের বেতন কাঠামো উন্নয়ন, পিএফ ও গ্রাচ্যুইটির পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। 

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন