সপ্তশতী" – আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে আই কমিউনিকেশনস
সমাজে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এমন নয়জন অসাধারণ নারীকে সম্মানিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, আই কমিউনিকেশনস আয়োজন করে "সপ্তশতী" নামে এক বিশেষ অনুষ্ঠান। ৬ মার্চ, ২০২৫ কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁদের "নবদুর্গা" আখ্যা দিয়ে তাঁদের সংগ্রাম ও অনুপ্রেরণামূলক ভূমিকার স্বীকৃতি জানানো হয়েছে।
সম্মানিত এই নয়জন মহীয়সী নারীদের মধ্যে ছিলেন খ্যাতনামা নৃত্যশিল্পী ও সমাজ সংস্কারক আলোকানন্দা রায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী, পঞ্চকবির গানের অনন্য শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার ও সুরকার ড. সায়নী পালিত, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গীতিকার ও বাচিকশিল্পী ঝর্ণা ভট্টাচার্য, কলকাতা রিস্তার সেক্রেটারি ও এক্সিকিউটিভ ডিরেক্টর সন্তোষ কুমার গিরি, নৃত্যশিল্পী ও ক্যানসারজয়ী অঞ্জলি রায়, পশুপ্রেমী সুনীতা দাস, এবং অ্যাসিড আক্রান্ত বীর যোদ্ধা ও ব্রেভ সোলস ফাউন্ডেশনের সমাজকর্মী মনিষা পৈলান।
এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন – সরোদ মায়স্ত্রো পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, অর্জুন পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, অবসরপ্রাপ্ত আইএএস ও নিউ টাউন স্মার্ট সিটির প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, ধান্বন্তরি গ্রুপের সিএমডি ও নাইজারের অনারেরি কনসাল রাজেন্দ্র খাণ্ডেলওয়াল, আইসিসিআর কলকাতার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা গৌতম দে, কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজির ফাউন্ডার-ডিরেক্টর মোহন বসু, ৯১.৯ ফ্রেন্ডস এফএম-এর প্রধান জিমি ট্যাংরি, এবং ইনফিনিটি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অনিন্দ্য দাস।
আই কমিউনিকেশনস-এর ফাউন্ডার ও সিইও রুমকি মহাপাত্র বলেন, "সপ্তশতী শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি নারীশক্তির প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মানের প্রতিফলন। এই মহীয়সী নারীরা সাহস ও সংকল্পের সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং তাঁদের গল্প বহু মানুষকে অনুপ্রাণিত করবে।"
এই প্রসঙ্গে আই কমিউনিকেশনস-এর অ্যাডভাইসার সৌম্যজিত মহাপাত্র বলেন, "নারী ক্ষমতায়ন কেবল অর্জনের স্বীকৃতিতে নয়, বরং তাঁদের সংগ্রামের কাহিনিগুলোকে সবার সামনে তুলে ধরার মধ্যেও নিহিত। সপ্তশতীর মাধ্যমে আমরা এই মহীয়সী নারীদের আত্মত্যাগ ও সাফল্য উদযাপন করতে পেরে গর্বিত।"
"সপ্তশতী" শুধুমাত্র একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরং এটি নারীদের আত্মশক্তি, সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মঞ্চ। বিশিষ্ট অতিথিদের সহযোগিতা ও আই কমিউনিকেশনস-এর আন্তরিক প্রচেষ্টায়, এই উদ্যোগ নারীশক্তির জয়গান গাইতে ও সমাজের পরিবর্তনসাধকদের উদযাপন করতে এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয় ।
Comments
Post a Comment