সপ্তশতী" – আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে আই কমিউনিকেশনস

সমাজে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এমন নয়জন অসাধারণ নারীকে সম্মানিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, আই কমিউনিকেশনস আয়োজন করে "সপ্তশতী" নামে এক বিশেষ অনুষ্ঠান। ৬ মার্চ, ২০২৫ কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁদের "নবদুর্গা" আখ্যা দিয়ে তাঁদের সংগ্রাম ও অনুপ্রেরণামূলক ভূমিকার স্বীকৃতি জানানো হয়েছে।
সম্মানিত এই নয়জন মহীয়সী নারীদের মধ্যে ছিলেন খ্যাতনামা নৃত্যশিল্পী ও সমাজ সংস্কারক আলোকানন্দা রায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী, পঞ্চকবির গানের অনন্য শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার ও সুরকার ড. সায়নী পালিত, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গীতিকার ও বাচিকশিল্পী ঝর্ণা ভট্টাচার্য, কলকাতা রিস্তার সেক্রেটারি ও এক্সিকিউটিভ ডিরেক্টর সন্তোষ কুমার গিরি, নৃত্যশিল্পী ও ক্যানসারজয়ী অঞ্জলি রায়, পশুপ্রেমী  সুনীতা দাস, এবং অ্যাসিড আক্রান্ত বীর যোদ্ধা ও ব্রেভ সোলস ফাউন্ডেশনের সমাজকর্মী মনিষা পৈলান।

এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন – সরোদ মায়স্ত্রো পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, অর্জুন পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, অবসরপ্রাপ্ত আইএএস ও নিউ টাউন স্মার্ট সিটির প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, ধান্বন্তরি গ্রুপের সিএমডি ও নাইজারের অনারেরি কনসাল রাজেন্দ্র খাণ্ডেলওয়াল, আইসিসিআর কলকাতার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা গৌতম দে, কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজির ফাউন্ডার-ডিরেক্টর মোহন বসু, ৯১.৯ ফ্রেন্ডস এফএম-এর প্রধান জিমি ট্যাংরি, এবং ইনফিনিটি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অনিন্দ্য দাস।

আই কমিউনিকেশনস-এর ফাউন্ডার ও সিইও রুমকি মহাপাত্র বলেন, "সপ্তশতী শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি নারীশক্তির প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মানের প্রতিফলন। এই মহীয়সী নারীরা সাহস ও সংকল্পের সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং তাঁদের গল্প বহু মানুষকে অনুপ্রাণিত করবে।"

এই প্রসঙ্গে আই কমিউনিকেশনস-এর অ্যাডভাইসার সৌম্যজিত মহাপাত্র বলেন, "নারী ক্ষমতায়ন কেবল অর্জনের স্বীকৃতিতে নয়, বরং তাঁদের সংগ্রামের কাহিনিগুলোকে সবার সামনে তুলে ধরার মধ্যেও নিহিত। সপ্তশতীর মাধ্যমে আমরা এই মহীয়সী নারীদের আত্মত্যাগ ও সাফল্য উদযাপন করতে পেরে গর্বিত।"

"সপ্তশতী" শুধুমাত্র একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরং এটি নারীদের আত্মশক্তি, সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মঞ্চ। বিশিষ্ট অতিথিদের সহযোগিতা ও আই কমিউনিকেশনস-এর আন্তরিক প্রচেষ্টায়, এই উদ্যোগ নারীশক্তির জয়গান গাইতে ও সমাজের পরিবর্তনসাধকদের উদযাপন করতে এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয় ।

Comments

Popular posts from this blog

তপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের সেবা প্রদানের ৪১ বছর উদযাপন করছে

Athlead International School Launches with Innovative Admission Seminar

সেন্ট জোয়ান্স স্কুল আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে