ব্রিজের আসর কলকাতায়
অল ইন্ডিয়া শ্রী সিমেন্ট ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর এ বার কলকাতায়। ১ মে থেকে ৪ মে পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অংশ নেবেন প্রায় ৮০ জন প্রতিযোগী। এ বার ইজরায়েল এবং পোল্যান্ডের প্রতিযোগীরাও অংশ নিচ্ছেন। পুরস্কার মূল্য ৮ লক্ষ টাকা।
মঙ্গলবার বিকেলে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি দেবাশিস রায় বলেন, ‘ব্রিজের মতো এমন আকর্ষক খেলাকে সবার মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার। এই টুর্নামেন্টে বাংলার চারজন প্রতিযোগী রয়েছেন।’
Comments
Post a Comment