বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে আজ তিন জনকে ডিসটিক স্তরের কাজ করবার জন্য সদস্যপদ প্রদান করা হয়
বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ পক্ষ থেকে আজ মঙ্গলবার ১৩ই মে ২০২৫ পশ্চিমবঙ্গের রাজ্য মাইনোরিটি সেলের সভাপতি অধ্যাপক শেখ ওয়াজুল হক তিনি ডিসটিক স্তরের তিনজনকে কাজের দায়িত্বভার দেওয়া হলো, প্রথম দায়িত্ব 
পেল ক্রিশ্চান মাইনোরিটি সেলের মেদনাপুর সদর সভাপতি দায়িত্ব পেল ব্রাদার পীযুষ কান্তি ঘোষ এবং মেদনাপুর সদর কনভেনার দায়িত্ব পেল ব্রাদার রনজয় ডেবিড মন্ডল, এবং হলদিয়া ডিস্ট্রিক্ট সভাপতি দায়িত্ব পেল পাষ্টর .দ্বিগবিজয় মান্না তারা তিনজন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের দায়িত্ব পাবার পর তাদের জেলাস স্তরে এবং রাজ্যস্তরে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করবে। পশ্চিমবঙ্গের রাজ্যের ক্রিশ্চিয়ান
মাইনোরিটি সেলের কনভেনার বিশপ.ডঃ শ্রীকান্ত দাস, তিনি বলেন বিভিন্ন স্বাধীন মন্ডলী, এবং প্রার্থনা গৃহ কিছু অসাধু মানুষ বন্ধ করে দিচ্ছে। এবং খ্রিস্টানদের ওপর নানা অত্যাচার নেবে এসেছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তিনাকে ধন্যবাদ জানাই। BSBM দাস।মবঙ্গে রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াজুল হক তিনি বলেন প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী মানুষের পাশে আমি সর্বদা থাকবো। এই প্রতিজ্ঞা করেন। এই পর্যন্ত অনেক প্রার্থনা গৃহ অধ্যাপক ওয়াজুল হকের সাহায্যে প্রশাসনের সহযোগিতায় আবার পুনরায় প্রার্থনা গৃহ উপাসন আরম্ভ হচ্ছে, তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদান্তে পশ্চিমবঙ্গে ক্রিশ্চান মাইনোরিটি সেলের কনভেনার বিশপ .ড: শ্রীকান্ত দাস।
Comments
Post a Comment