এডুকেশন ইন্টারফেস ২০২৫—তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে এক শক্তিশালী অঙ্গীকারপূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও কেরিয়ার মেলা দুই দশকে পদার্পণ করলো, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ও পরিকল্পনায় নির্ভরযোগ্য নির্দেশক

কলকাতা, ১৮ই মে ২০২৫:-নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো তিনদিনব্যাপী কেরিয়ার ও শিক্ষা মেলা ‘এডুকেশন ইন্টারফেস ২০২৫’। কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার-এর উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের বিশিষ্ট মন্ত্রীবৃন্দ—শ্রী ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী; শ্রী ফিরহাদ হাকিম, মাননীয় নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ও কলকাতার মাননীয় মেয়র; শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মাননীয় সংসদীয় ও কৃষি বিষয়ক মন্ত্রী; এবং শ্রী অরূপ বিশ্বাস, মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ, বিদ্যুৎ এবং আবাসন দপ্তরের মন্ত্রী। সন্মানিত শিক্ষাবিদ ও শিল্পক্ষেত্রে বিশিষ্ট  ব্যক্তিরা যেমন সরদার তরঞ্জিত সিং, ম্যানেজিং ডিরেক্টর, জেআইএস গ্রুপ; মানসী রায়চৌধুরি, কো-চেয়ারম্যান, টেকনো ইন্ডিয়া গ্রুপ; সত্যম রায়চৌধুরি, চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ - তাঁদের উপস্থিতি দ্বারা এই মেলার গুরুত্বকে আরও বাড়িয়েছে, যা আগামী ভারতের ভবিষ্যৎ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৭ থেকে ১৯ মে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য বিনামূল্যে এই মেলাটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাক্ষেত্রের পেশাজীবীদের জন্য এক সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, যেখানে একাধিক শিক্ষাক্ষেত্র ও পেশাভিত্তিক কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। এবারে দুই দশকের সংস্করণে দেশের ১৫০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ডেটা সায়েন্স, হসপিটালিটি, স্থাপত্য, ডিজাইন, পলিটেকনিক, গণমাধ্যম, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, নার্সিং, পশুচিকিৎসা বিজ্ঞান এবং আইটিআই-সহ নানা বিষয়ে তথ্য দিচ্ছে।

দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, স্নাতক ও পেশাগত স্তরের ছাত্রছাত্রীরা সরাসরি কলেজ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করছেন। মেলায় প্রী-কাউন্সেলিং সেশন, লাইভ কেরিয়ার গাইডেন্স, স্কলারশিপের তথ্য, সরকারি শিক্ষা নীতি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প ও এডুকেশন লোন বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হচ্ছে, যা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে।

অনুষ্ঠানে কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার-এর প্রতিষ্ঠাতা ও আয়োজক দীপক সিনহা রায় বলেন, “কেরিয়ার পরিকল্পনা এখন শুধুমাত্র পরীক্ষার নম্বর দিয়ে নির্ধারিত হয় না, বরং সঠিক সময়ে সঠিক পরামর্শ পাওয়াটাই গুরুত্বপূর্ণ। এডুকেশন ইন্টারফেস ২০২৫ আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আজ উদ্বোধনের দিনেই হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকের উপস্থিতি আমাদের এই প্রচেষ্টার গুরুত্ব এটিই প্রমাণ করে।এই মেলা শিক্ষার ক্ষেত্র ও চাকরির জগতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র তৈরি করছে। শিক্ষার সুযোগকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ারই হলো আমাদের এই দুই দশকের প্রচেষ্টা, আজ আরও এক ধাপ এগিয়ে গেল।”

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন