বারবিকিউ নেশন কল্যাণী আইটিআই মোড়ের কাছে তাদের নতুন স্টোরের সাড়ম্বর উদ্বোধনের কথা ঘোষণা করল

তারিখ: ৩০ জুন, ২০২৫
পরম্পরা বজায় রেখে,২০২৫ সালের ৩০ জুন পশ্চিমবঙ্গের শিক্ষা হাব কল্যাণীতে তাদের নতুন ফ্ল্যাগশিপ রেস্তোঁরার উদ্বোধন করল বারবিকিউ নেশন। 
ভারতের অগ্রণী ক্যাজ়ুয়াল ডাইনিং রিটেল চেন বারবিকিউ নেশন গর্বের সঙ্গে পশ্চিমবঙ্গের কল্যাণীতে আইটিআই মোড়ের কাছে ঘোষপাড়া রোড ব্লক বি, ব্লক নম্বর ৯, ১০সিএ, প্যান্টালুনসের উপরে ৩য় তলে তাদের নতুন স্টোরের দুর্দান্ত উদ্বোধনের কথা ঘোষণা করল। স্টোরটি ৩০ জুন ২০২৫ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে, যেখানে স্থায়ী মূল্যে, বিস্তৃত পরিসরে সুস্বাদু খাদ্যও পানীয় সীমাহীনভাবে পরিবেশন করা হবে।
শহরের প্রাণকেন্দ্র,আইটিআই মোড়ের কাছে অবস্থিতএই স্টোরটি আমাদের অতিথিদের যেকোনও ধরণের উদযাপনে, অর্থের বিনিময়ে সর্বেৎকৃষ্ট মূল্য প্রদান করে বারবিকিউ নেশনের প্রতিশ্রুতির পালন করবে। নতুন স্টোরটি ৩,২০০ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। ১০৮টি আসনের ধারণক্ষমতা সম্পন্ন এই রেস্তোঁরার অন্দরসজ্জায়তরুণ এবং প্রাণবন্ত পরিবেশের সঙ্গে সমসাময়িক সাজসজ্জার মিশেল ডাইনিং অভিজ্ঞতা আরও বাড়িয়ে তোলে।
বারবিকিউ নেশন নিরামিষ এবং আমিষ উভয় ধরণেই সব ধরণের খাবার পরিবেশন করে। তার মধ্যে থাকছে তন্দুরি পনির টিক্কা,হরিয়ালি কাবাব,মধু মরিচ আলু,ক্রিস্পি কর্ন,তন্দুরি চিকেন উইংস,হাড়-সহ মরিচ চিকেন,ফিশ ফিঙ্গার,ভেজ মাঞ্চো স্যুপ,পনির দো পেয়াজা,কড়াই ভেজ,বাসন্তী পোলাও,ডাল মাখানি,স্টিমড রাইস,মরিচ রসুন নুডলস,গরম রসুনের সসে ভেজ,চিকেন বিরিয়ানি,চিকেন কষা,সেজওয়ান চিকেন ফ্রাইড রাইস,গ্রিন সালাদ,পাপড় (রোস্টেড/ভাজা),স্প্রাউট সালাদ,আঙ্গুরি গোলাপ জামুন,ফ্রুট কেক,চকোলেট পেস্ট্রি,ফিরনি,ভ্যানিলা, স্ট্রোয়ারি,পানিপুরি,পাপড়ি চাট এবং আরও অনেক কিছু।
বারবিকিউ নেশনের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রী সুমন মুখার্জি বলেন, “পশ্চিমবঙ্গে  সম্প্রসারণের ধারা অব্যাহত রেখে,কল্যাণীতেআইটিআই মোড়ের কাছে আমাদের প্রথম আউটলেট চালু করতে পেরে আমরা আনন্দিত। এই রেস্তোঁরায় অতিথিদের স্বাগত জানাতে এবং তাদের সেরা আতিথেয়তা এবং পরিষেবা প্রদানের জন্য আমরা উন্মুখ- যা আমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে।"
বারবিকিউ নেশনের পরিচয়
বেঁধে দেওয়া নির্দিষ্ট মূল্যে সীমাহীন খাবার পরিবেশনের মাধ্যমে বুফে রেস্তোরাঁর ধারণার পথিকৃৎ হল বারবিকিউ নেশন, ক্যাজুয়াল ডাইন-ইন রেস্তোরাঁ চেইন। ২০০৬ সালে মুম্বাইতে তাদের প্রথম স্টোর শুরু হয়েছিল। বারবিকিউ নেশনপ্রতিষ্ঠিত হয়েছিল একটি সহজ দৃষ্টিভঙ্গি নিয়ে –তা হল গ্রাহকদের আকর্ষণীয় মূল্যে একটি সম্পূর্ণ ডাইনিং অভিজ্ঞতা প্রদান করা। এই দর্শন তাদের পরিষেবার সব দিকেই বিস্তৃত ছিল এবং তার দৌলতে এই চেইনের সম্প্রসারণও দ্রুত হয়। গত ১৯ বছরে,বারবিকিউ নেশন ভারত এবং বিদেশে ২০০ টিরও বেশি আউটলেট-সহ ৮২ টিরও বেশি শহরে সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি, ব্র্যান্ডটি ইন্টারেক্টিভ 'বারবিকিউ-ইন-এ-বক্স' –এর মতো অনন্য ডেলিভারি পণ্য পোর্টফোলিও উদ্ভাবন করেছে।
বারবিকিউ নেশনের লক্ষ্য কল্যাণীতে তাদের রেস্তোঁরায় সীমাহীনভাবেসেরা খাবার পরিবেশন করা। কল্যাণীর স্টোরে আধুনিক পরিবেশনশৈলী গ্রহণ করা হয়েছে, যেখানে স্টার্টার প্রথমেই সরাসরি টেবিলে পরিবেশন করা হবে।জুন থেকে জনতার জন্য খুলে যাবে এই রেস্তোঁরা।

Comments

Popular posts from this blog

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন