ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড পরিচালিত ভবিষ্যতের প্রযুক্তিকে আর ও কাছাকাছি আনতে কলকাতায় নতুন শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর' চালু করল শাওমি

কলকাতা, ১১ জুলাই ২০২৫: ভারতের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ইন্ডিয়া, আজ গর্বের সঙ্গে কলকাতায় তাদের এক্সক্লুসিভ নতুন রিটেল আউটলেট ‘শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর’-এর উদ্বোধনের ঘোষণা দিল। এই স্টোরটি ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড-এর মাধ্যমে অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালিত হবে। কোম্পানির চলমান ওমনি-চ্যানেল সম্প্রসারণ কৌশল-এর অংশ হিসেবে, এই উদ্যোগ শাওমি-এর “সবার জন্য উদ্ভাবন” প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলবে।
শুধুমাত্র অনলাইন ব্র্যান্ড থেকে একটি শক্তিশালী ওমনি-চ্যানেল উপস্থিতিতে রূপান্তরিত হয়ে, শাওমি এখন অফলাইনেও উন্নত গ্রাহক অভিজ্ঞতা তৈরিতে বিনিয়োগ করছে। এই নতুন স্টোরে শাওমি-এর সেরা স্মার্টফোন ও AIoT পণ্যের হাতে-কলমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে, যা ডিজিটাল সুবিধা এবং ফিজিকাল  ইন্টারঅ্যাকশন সমন্বয়ে একটি মসৃণ এবং আকর্ষণীয় রিটেল জার্নি তৈরি করে।
ই- মল, কলকাতায় কৌশলগতভাবে অবস্থিত এই স্টোরটিতে শাওমি-এর সর্বশেষ পণ্যের ইকোসিস্টেম প্রদর্শিত হয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি এবং বিস্তৃত AIoT ডিভাইসের সমন্বয়ে এই আউটলেট শাওমি ও রেডমি-এর সবচেয়ে জনপ্রিয় উদ্ভাবনগুলো এক ছাদের নিচে নিয়ে এসেছে।
গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে স্টোরে থাকছে বিশেষ এক্সপেরিয়েন্সিয়াল জোন সমূহ:
• বিনোদন অঞ্চল - যেখানে স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার এবং স্মার্ট লাইটিং সিস্টেম একত্রিত হয়ে একটি হোম থিয়েটার অভিজ্ঞতা তৈরি করে।
• কানেক্টেড ইকোসিস্টেম জোন: যেখানে দেখানো হবে কিভাবে শাওমির AIoT ডিভাইসগুলো দৈনন্দিন জীবনকে সহজতর করে তোলে।
• কানেক্ট জোন: যেখানে থাকবে শাওমির সর্বশেষ স্মার্টফোন ও প্রযুক্তিগত উদ্ভাবন, যা ব্র্যান্ডের “উন্নত প্রযুক্তি সবার জন্য” দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
শুধুমাত্র একটি রিটেল আউটলেট নয়, ‘ফিউচার টেক স্টোরটি’ হল শাওমির সম্পূর্ণ কানেক্টেড লাইফস্টাইলের স্বপ্নের রূপায়ণ। সমকালীন ইন্টিরিয়র ডিজাইন ও গ্রাহক-কেন্দ্রিক লেআউটের মাধ্যমে এই স্টোর ভিজিটরদের অন্বেষণ, ইন্টারঅ্যাকশন এবং শাওমি ব্র্যান্ডের নান্দনিকতা, পারফরম্যান্স ও মূল্যের সংমিশ্রণ আবিষ্কারে আমন্ত্রণ জানায়। প্রদর্শিত উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে রেডমি নোট ১৪ প্রো  সিরিজের, রেডমি ১৪ সি এবং শাওমি ১৫ সিরিজ।

শাওমি ইন্ডিয়ার হেড অফ সেলস কুণাল আগরওয়াল বলেন, “আমাদের শাওমি স্টোর-গুলো হল আমাদের ফ্ল্যাগশিপ রিটেল পরিচয়—যেখানে উদ্ভাবন ও অ্যাক্সেসিবিলিটি একত্রে এক চমৎকার ইন-স্টোর অভিজ্ঞতা তৈরি করে। কলকাতার নতুন শাওমি স্টোর আমাদের ফ্যান ও গ্রাহকদের সম্পূর্ণ কানেক্টেড ইকোসিস্টেমে প্রবেশাধিকার দেবে—স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট হোম ডিভাইস পর্যন্ত। আমরা সকলকে এই নেক্সট-জেনারেশন রিটেল স্পেসটি ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”

ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মোহন বাজোরিয়া বলেন, “ভজনলাল-এ আমরা সর্বশেষ প্রযুক্তি কে গ্রাহকদের আরও কাছাকাছি আনার বিশ্বাসে কাজ করি। শাওমি-এর মতো বিশ্বস্ত ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব আমাদের উদ্ভাবনী পণ্যগুলি সেরা মূল্যে দেওয়ার সুযোগ করে দেয়। কলকাতায় শাওমি স্টোর – ফিউচার টেক স্টোরের উদ্বোধন আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত এবং শহরের রিটেল টেক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।”

নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দায়বদ্ধতার অংশ হিসেবে, শাওমি তাদের প্রতিটি রিটেল আউটলেটে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলে—এর মধ্যে রয়েছে কর্মীদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিনেশন, নিয়মিত তাপমাত্রা যাচাই, মাস্ক পরার বাধ্যবাধকতা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।

শাওমি ইন্ডিয়া এখন দেশব্যাপী শাওমি হোমস, শাওমি স্টুডিওস ও শাওমি স্টোর-এর শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করছে, যা এমআই প্রেফার্ড পার্টনারস এবং অন্যান্য বড় রিটেল ফর্ম্যাটগুলোর সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত হয়—এইভাবে নিশ্চিত করে যে উদ্ভাবন সবসময় আপনার নাগালের মধ্যেই রয়েছে।


Comments

Popular posts from this blog

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন