কলকাতার বারুইপুরে নতুন স্টোর উদ্বোধন করলো তনিশ্ক
কলকাতা, ১৪ আগস্ট ২০২৫: -তনিশ্ক টাটা গ্রুপের অন্তর্গত ভারতের বৃহত্তম রিটেল জুয়েলারি ব্র্যান্ড, এবার কলকাতার বারুইপুরে নতুন স্টোর উদ্বোধনের মাধ্যমে তাদের উপস্থিতি আরও মজবুত করলো। এই স্টোরের উদ্বোধন করেন শ্রী সি কে ভেঙ্কটরামন, ম্যানেজিং ডিরেক্টর, টাইটান কোম্পানি এবং শ্রী অলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, তনিশ্ক। এই উদ্বোধন উপলক্ষে তনিশ্ক্ নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার—যেখানে প্রত্যেক ক্রয়ের সঙ্গেই গ্রাহক একেবারে বিনামূল্যে পাবেন একটি সোনার মুদ্রা*। এই অফার ১৪ই আগস্ট থেকে ১৬ই আগস্ট ২০২৫ পর্যন্ত প্রযোজ্য। স্টোরটির ঠিকানা: পদ্মা পুকুর, বারুইপুর কুলপি রোড, পদ্মা পুকুর পেট্রোল পাম্পের বিপরীতে, কলকাতা।
বারুইপুরের এই ৫,০০০ বর্গফুটের স্টোরে ঝলমলে প্লেন গোল্ড, অপূর্ব ডায়মন্ড, কুন্দন ও পোলকি সহ, তনিশ্ক্-এর আইকনিক জুয়েলারি ডিজাইনের বিশাল সম্ভার রয়েছে। এখানে রয়েছে সমসাময়িক দৈনন্দিন ব্যবহারের গয়নার কালেকশন ‘GlamDays’ এবং আধুনিক, হালকা ওজনের জুয়েলারি লাইন ‘String It’। এই জুয়েলারির কালেকশনকে আরও সমৃদ্ধ করেছে ‘আলো’—অন্তর্নিহিত ঐশ্বরিক আলো থেকে অনুপ্রাণিত এক দীপ্তিময় কালেকশন। ‘আলো’ উদযাপন করে বাঙালি নারীর অটল শক্তি, অন্তর্লোকের ঔজ্জ্বল্য এবং চিরন্তন সত্তাকে। এছাড়াও, স্টোরে রয়েছে এক্সক্লুসিভ ফেস্টিভ ও ব্রাইডাল চুড়ির কালেকশন- ‘কঙ্কনকথা’, যা বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কালেকশন শ্রদ্ধা জানায় কঙ্কনের চিরন্তন তাৎপর্যকে—যা পরিচয়, আবেগ ও ঐতিহ্যের প্রতীক। এছাড়া রয়েছে তনিশ্ক্-এর ডেডিকেটেড ব্রাইডাল জুয়েলারি সাব-ব্র্যান্ড ‘রিভাহ্’-এর অপূর্ব সব গয়না। ভারতের বিভিন্ন অঞ্চলের নারীদের রুচি ও পোশাক-আশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি ‘রিভাহ্’ ইতিমধ্যেই বিবাহ-সংক্রান্ত কেনাকাটার এক অনন্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধন উপলক্ষে, শ্রী সি. কে. ভেঙ্কটরামন, ম্যানেজিং ডিরেক্টর, টাইটান কোম্পানি লিমিটেড বলেন, “সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সূক্ষ্ম কারিগরির প্রতি ভালোবাসা এবং গয়নার প্রতি গভীর অনুরাগের জন্য, পশ্চিমবঙ্গ, তনিশ্ক্-এর জন্য সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বাজার। বারুইপুরে আমাদের নতুন স্টোরের সূচনার মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি আরও শক্তিশালী করছি, যাতে গ্রাহকদের আরও উন্নত তনিশ্ক্ অভিজ্ঞতা প্রদান করতে পারি। দুর্গাপুজোর প্রাক্কালে আমাদের গ্রাহকদের সঙ্গে বন্ধন আরও গভীর করার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না—যেখানে আমাদের গয়না উৎসবের মুহূর্ত ও জীবনের স্মৃতিতে পরিণত হবে।”
শ্রী অলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, তনিশ্ক্ বলেন, “বারুইপুরে আমাদের নতুন স্টোরের সূচনা করতে পেরে আমরা উচ্ছ্বসিত—এটি আমাদের যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে তনিশ্ক্-এর আস্থা, কারিগরি ও সৌন্দর্যের অঙ্গীকার কলকাতার গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাবে। উষ্ণ ও ব্যক্তিগত কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে সুচিন্তিতভাবে সাজানো এই বিশাল স্টোরে রয়েছে সোনার, হীরের এবং মূল্যবান রত্নখচিত গয়নার অনন্য সম্ভার। গুণমান ও উৎকর্ষের উত্তরাধিকার অটুট রেখে, এই স্টোর গ্রাহকদের জীবনের প্রতিটি অর্থবহ মুহূর্তের অংশীদার হয়ে থাকার, আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। আমরা বারুইপুরের জনগণকে স্বাগত জানাতে এবং তাদের উৎসব, ঐতিহ্য ও স্মৃতির অংশ হতে মুখিয়ে আছি।”
Comments
Post a Comment