ARC Insulations-এর GFRP পণ্যের উদ্বোধন, টেকসই অবকাঠামো গড়ার নতুন দিশা
কলকাতা, 29 নভেম্বর: ভারতের অবকাঠামো নির্মাণে ক্ষয়-ধরন-মুক্ত এবং টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ প্রেস ক্লাবে নতুন GFRP (Glass Fibre Reinforced Polymer) রিবার উন্মোচন করল ARC Insulations। সংস্থাটি দীর্ঘদিন ধরে দেশে জং-প্রতিরোধী প্রযুক্তি বিকাশে কাজ করছে, যার ফলে স্টিলের বিকল্প হিসেবে GFRP দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত স্টিলের তুলনায় GFRP রিবার দুই থেকে তিন গুণ বেশি টেনসাইল স্ট্রেংথ, সম্পূর্ণরূপে জং-ধরন মুক্ত, এবং তড়িৎ ও তাপ অ-পরিবাহী হওয়ায় উপকূলীয় অঞ্চল, রাসায়নিক প্লান্ট, ব্রিজ, হাইওয়ে ও মেট্রো প্রকল্পে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে অবকাঠামোর আয়ু বাড়াবে। ফলে মেরামতের খরচ ও রক্ষণাবেক্ষণের ঝামলা কমবে।
ARC Insulations জানায়, তাদের GFRP পণ্য ভারতের "Go Green" উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কম কার্বন ফুটপ্রিন্ট, হালকা ওজন এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের কারণে আন্তর্জাতিক বাজারেও এ প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ছে। ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে অবকাঠামো নির্মাণের মানদণ্ডে GFRP অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ISO 9001:2015, BIS IS 18256:2023 এবং ASTM/ACI-ভিত্তিক পরীক্ষাসহ কঠোর মান নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই GFRP রিবার উৎপাদন করা হয়। সংস্থার দাবি, “দীর্ঘমেয়াদি, টেকসই এবং পরিবেশবান্ধব নির্মাণের ক্ষেত্রে GFRP ভবিষ্যতের প্রযুক্তি।”
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক Mr. Aman Bajoria এবং দ্বিতীয় পরিচালক Mr. Manish Bajoria।
Comments
Post a Comment