নারায়ণা আরএন ট্যাগর হাসপাতাল, মুখুন্দপুরে বিশ্বের প্রথম এই ধরনের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন দুর্লভ জিনগত সমস্যার বাহক হওয়া সত্ত্বেও বাবা ছেলের জন্য কিডনি দান করলেন; বিশ্বে এই ধরনের প্রতিস্থাপনের প্রথম উদাহরণ

কলকাতা, ২৬ নভেম্বর ২০২৫: এক ঐতিহাসিক চিকিৎসা সাফল্যের মাধ্যমে নারায়ণা আরএন ঠাকুর হাসপাতাল, মুখুন্দপুরের চিকিৎসকরা ভুটানের এক তরুণের দেহে বিশ্বের অন্যতম অত্যন্ত বিরল জেনেটিক রক্তক্ষরণজনিত রোগ ‘ফ্যাক্টর VII ডেফিশিয়েন্সি’-তে আক্রান্ত রোগীর কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন। প্রতি পঞ্চাশ লক্ষে মাত্র একজন মানুষ এই রোগে আক্রান্ত হন। এই ধরনের রোগীর ক্ষেত্রে এ ধরনের সফল প্রতিস্থাপন বিশ্বের ইতিহাসে এই প্রথম, যা জটিল ও উচ্চ ঝুঁকির চিকিৎসা ব্যবস্থাপনায় নারায়ণা হেলথ-এর নেতৃত্ব এবং দক্ষতাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করে।

রোগীর জন্য উপযুক্ত একমাত্র দাতা ছিলেন তাঁর বাবা, যিনি নিজেও একই জেনেটিক ত্রুটির বাহক। চিকিৎসাগত ও নৈতিক—দুই দিক থেকেই এটি ছিল এক অত্যন্ত জটিল পরিস্থিতি। বিস্তৃত বহু-বিভাগীয় আলোচনা, ঝুঁকি মূল্যায়ন এবং সূক্ষ্ম পরিকল্পনার পর এই প্রতিস্থাপন অনুমোদিত হয় এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়। দাতা ও গ্রহণকারী উভয়ের শরীরে একই জিনগত সমস্যা থাকা সত্ত্বেও সফলভাবে কিডনি প্রতিস্থাপন করার ঘটনা বিশ্বের ইতিহাসে প্রথম, যা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

মামলার জটিলতা নিয়ে কথা বলতে গিয়ে নারায়ণা আরএন ঠাকুর হাসপাতালের রেনাল ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের কনসালট্যান্ট এবং চিফ নেফ্রোলজিস্ট ডা. দীপক শঙ্কর রায় বলেন, “এই ঘটনা আমাদের চিকিৎসা সমন্বয়, অস্ত্রোপচার দক্ষতা এবং ধৈর্যের সীমাকে পরীক্ষা করেছে। রোগী সামান্য রক্তক্ষরণেই জীবন হারাতে পারতেন। অ্যানাস্থেশিয়া থেকে শুরু করে সেলাই পর্যন্ত প্রতিটি ধাপই আমাদের রিয়েল-টাইম ক্লটিং প্যারামিটার অনুযায়ী পরিকল্পনা করতে হয়েছে। এই অস্ত্রোপচারের সাফল্য আমাদের দলগত কাজ, সূক্ষ্ম পরিকল্পনা এবং পরিবারের আস্থার ফল। আমাদের বহু-বিভাগীয় দলের বিশেষজ্ঞ চিকিৎসকদের অসামান্য সহযোগিতা এই সাফল্যের মূলভিত্তি। বিশেষ করে সার্জিক্যাল টিমের ডা. তারশিদ আলি জাহাঙ্গির এবং অ্যানাস্থেসিয়া টিমের ডা. তিতিসা সরকার মিত্রের অবদান আমরা বিশেষভাবে উল্লেখ করছি।”

দুর্লভ রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে নারায়ণা আরএন ঠাকুর হাসপাতালের কনসালট্যান্ট–হেমাটোলজি ডা. শিশির কুমার পাত্র বলেন, “গুরুতর ফ্যাক্টর VII ডেফিশিয়েন্সি এতটাই বিরল যে পৃথিবীতে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন এই রোগে আক্রান্ত হন। এই রোগের চিকিৎসা অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর করে—অল্প ফ্যাক্টর VII মারাত্মক রক্তক্ষরণ ঘটাতে পারে, আবার বেশি হলে রক্ত জমাট বাঁধার গুরুতর ঝুঁকি তৈরি হয়। অস্ত্রোপচারের সময় এবং পরে প্রতি মিনিটে এই ভারসাম্য বজায় রাখা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। রোগী ও তাঁর বাবা দু’জনেরই সুস্থতা আমাদের কাছে অত্যন্ত সন্তোষজনক।”

অস্ত্রোপচারের পর রোগীর পথচলা মসৃণ ছিল না। একটি ছোট রক্ত জমাট বাঁধার কারণে রোগী সাময়িক পক্ষাঘাতে আক্রান্ত হন, তবে নেফ্রোলজি, নিউরোলজি ও হেমাটোলজি দলের যৌথ ব্যবস্থাপনায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে তাঁর ক্রিয়েটিনিন স্থিতিশীল রয়েছে এবং তিনি প্রতিস্থাপনের পর স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করছেন।

নারায়ণা হেলথ–ইস্ট অঞ্চলের ডিরেক্টর ও ক্লাস্টার হেড এবং কর্পোরেট গ্রোথ ইনিশিয়েটিভ–ইস্টের প্রধান মি. অভিজিৎ সি.পি. দলের এই সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, “আমাদের চিকিৎসকেরা শুধু একটি দুর্লভ অস্ত্রোপচারই করেননি; এটি ছিল বিশ্বের সর্বাধিক বিরল ও গুরুতর ঘটনাগুলোর একটি। তাঁরা এক তরুণকে নতুন জীবন দিয়েছেন এবং একই সঙ্গে তাঁর বাবার নিরাপত্তাও নিশ্চিত করেছেন। এই ধরনের সাফল্য পূর্ব ভারতে উন্নত চিকিৎসা দক্ষতার মানচিত্রকে বিশ্বমঞ্চে আরও দৃঢ় করে।”

এই সাফল্য সম্পর্কে নারায়ণা হেলথের গ্রুপ সিওও মি. আর. ভেঙ্কটেশ বলেন, “নারায়ণা হেলথ সর্বদাই চিকিৎসাবিজ্ঞানের সীমাকে অতিক্রম করে নতুন সম্ভাবনা তৈরি করার পাশাপাশি সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখার প্রতি অঙ্গীকারবদ্ধ। এই সফল প্রতিস্থাপন আমাদের বহু-বিভাগীয় সহযোগিতা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং সীমা ছাড়িয়ে যাওয়া মানবিক সেবার প্রতিচ্ছবি। আমরা আমাদের দল নিয়ে অত্যন্ত গর্বিত এবং পরিবারের আস্থার জন্য কৃতজ্ঞ।”

চিকিৎসাগত জটিলতা ও নৈতিক চ্যালেঞ্জের কারণে এই ঘটনা ইতিমধ্যেই ভারত ও বিদেশের চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহের সৃষ্টি করেছে।

নারায়ণা আরএন ট্যাগর  হাসপাতাল, মুখুন্দপুর, কলকাতা সম্পর্কে
নারায়ণা আর এন ট্যাগর হাসপাতাল, কলকাতা একটি ৬৮১-বেডের, JCI ও NABH মান্যতাপ্রাপ্ত সুপারস্পেশালিটি হাসপাতাল, যা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মুখুন্দপুর এলাকায় অবস্থিত। এটি পূর্ব ভারতের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম এবং কার্ডিয়াক সায়েন্স (হার্ট ট্রান্সপ্লান্টসহ), রেনাল সায়েন্সেস (কিডনি ট্রান্সপ্লান্টসহ), গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সায়েন্সেস (লিভার ট্রান্সপ্লান্টসহ), নিউরোসায়েন্সেস, ক্যানসার কেয়ার, অর্থোপেডিকস এবং আরও বিভিন্ন বিশেষতায় উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করে।


Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন