৬৭তম অশোক রুইয়া মেমোরিয়াল শীতকালীন জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ ১–১১ ডিসেম্বর, নিউ টাউনে

কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (CBAI) ঘোষণা করেছে যে আগামী ১ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিউ টাউনের বিস্বা বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ৬৭তম অশোক রুইয়া মেমোরিয়াল উইন্টার ন্যাশনাল ব্রিজ চ্যাম্পিয়নশিপ।
দীর্ঘ ছয় বছরের বিরতির পর এ বছর আবারও এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ফিরে আসছে কলকাতায়। ফিনিক্স মার্কেট সিটি-র মি. অতুল রুইয়া ও তার সংস্থাগুলি এ বছরের প্রধান স্পনসর হিসেবে ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার (BFI) সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া শ্রী সিমেন্ট এবং পার্কসন্স কার্ডামুণ্ডি প্রভৃতি সংস্থাও ইভেন্টকে আর্থিকভাবে সহযোগিতা করছে।
রুইয়া গোল্ড কাপ—ভারতের সবচেয়ে সম্মানজনক ব্রিজ ইভেন্ট
ভারতের প্রিমিয়ার ন্যাশনাল ব্রিজ ইভেন্ট হিসেবে পরিচিত রুইয়া গোল্ড কাপ শুরু হবে ৫ ডিসেম্বর। গতবার এই শিরোপা জিতেছিল ইন্ডিয়ান রেলওয়ে দল এবং সিলভার জিতেছিল বোরিভালি স্পোর্টস ক্লাব।
মিলেনিয়াম ম্যাচপয়েন্ট পেয়ার্স—২ ডিসেম্বর শুরু
মিলেনিয়াম ম্যাচ পয়েন্ট পেয়ার্স প্রতিযোগিতা শুরু হবে ২ ডিসেম্বর থেকে। গতবার এই ইভেন্টে জয়ী হন সুমিত মুখার্জী ও সৈয়নতোণ কুশারী।
ফিনিক্স মার্কেট সিটি আইএমপি পেয়ার্স—৭ ডিসেম্বর
তৃতীয় উচ্চ র‍্যাঙ্কিং ইভেন্ট ‘ফিনিক্স মার্কেট সিটি IMP Pairs’ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। গতবার এই ইভেন্টে বিজয়ী ছিলেন বিনয় দেশাই ও রাজু টোলানি।
মহিলা, সিনিয়র ও মিক্সড পেয়ার্স—১–৩ ডিসেম্বর
১ ডিসেম্বর থেকে শুরু হবে লেডিস পেয়ার্স।
২ ডিসেম্বর থেকে ৬০+ সিনিয়র পেয়ার্স।
৩ ডিসেম্বর থেকে শুরু হবে মিক্সড পেয়ার্স ইভেন্ট।
এ ছাড়াও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দাদাবাই ট্রফি—যা একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে পরিচিত ছিল।
মোট পুরস্কার মূল্য ১১.২৫ লক্ষ টাকা
BFI জানিয়েছে, বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও রানার-আপদের মোট ১১.২৫ লক্ষ টাকা প্রাইজ মানি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে (কর বাদ দিয়ে)।
আজীবন সম্মাননা ও বর্ষসেরা খেলোয়াড়
‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পাচ্ছেন মিসেস কিরণ নাদার, ভারতের অন্যতম সেরা ব্রিজ খেলোয়াড় ও দীর্ঘদিনের অনুদানকারী।
‘বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ পাচ্ছেন সুমিত মুখার্জী, যিনি টানা দ্বিতীয়বার সর্বোচ্চ মাস্টারপয়েন্ট অর্জন করলেন।
‘বেস্ট জুনিয়র গার্ল প্লেয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ পাবেন বিদ্যা প্যাটেল।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন