আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে এবার প্রেক্ষাগৃহে ‘বিনি সুতোর টান’; মুক্তি পাচ্ছে আগামী ৬ই ফেব্রুয়ারি
কলকাতা: বিশ্বের দরবারে একাধিক সম্মাননা ও পুরস্কার জয় করার পর, পরিচালক সত্যজিৎ দাসের বহু প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র ‘বিনি সুতোর টান’ আগামী ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ভুবনেশ্বর দে নিবেদিত এবং ‘দে এন্টারটেইনমেন্ট’ (Dey Entertainment) প্রযোজিত এই ছবিটি ইতিমধ্যেই ভিয়েতনাম, ফ্রান্স, মালয়েশিয়া, আমেরিকা এবং থাইল্যান্ড সহ ১৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ গল্পের শিরোপা অর্জন করেছে।
গল্পের প্রেক্ষাপট:
‘বিনি সুতোর টান’ একটি আবেগঘন পারিবারিক সম্পর্কের গল্প। মা-হারা ছোট শিশু ‘বিনি’ এবং তার বাবার নিটোল ভালোবাসার টান এই ছবির মূল উপজীব্য। রক্ত সম্পর্কের বাইরেও হৃদয়ের যে অদৃশ্য সুতোর টান মানুষকে বেঁধে রাখে, সেই মানবিক মূল্যবোধকেই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।
পুরস্কার ও সম্মাননা:
ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছে। উল্লেখযোগ্য সম্মাননার মধ্যে রয়েছে:
- ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল: শ্রেষ্ঠ ফিচার ফিল্ম ও শ্রেষ্ঠ পরিচালক।
- ফ্রান্স ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস: শ্রেষ্ঠ ফিচার ফিল্ম।
- নেপাল ও মিজোরাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল: শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চলচ্চিত্র।
- কলকাতা ও দেহরাদুন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল: শ্রেষ্ঠ শিশু শিল্পী ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।
কলাকুশলী:
- অভিনয়ে: ভুবন দে (রাকেশ), আয়েশা ভট্টাচার্য, বেবি জিয়া (বিনি), মহুয়া মুখার্জী, পায়েলে মুখার্জী, বোধিসত্ত্ব মজুমদার, নীলাদ্রি দাস, ভারত মুখার্জী ও সোনারিকা দাস।
- পরিচালনা ও কাহিনী: সত্যজিৎ দাস।
- প্রযোজনা: ভুবনেশ্বর দে।
- সঙ্গীত: অমিত মিত্র।
- কণ্ঠশিল্পী: রূপঙ্কর বাগচী, মিতাস ভট্টাচার্য, রাজ, সাগরিকা ব্যানার্জি, শালমলী সেহানবিশ প্রমুখ।
পরিচালকের বার্তা:
পরিচালক সত্যজিৎ দাস জানান, "এই ছবি আমাদের অন্তরের খুব কাছের একটি গল্প। আন্তর্জাতিক মঞ্চে বিদেশের মানুষ ছবিটি যেভাবে ভালোবেসেছেন, তাতে আমরা অভিভূত। এবার বাংলার দর্শকদের সামনে ছবিটি নিয়ে আসার পালা। আশা করি ৬ই ফেব্রুয়ারি থেকে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক এই সম্পর্কের গল্পটি উপভোগ করবেন।"
আগামী ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ থেকে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিনি সুতোর টান’।
Comments
Post a Comment