কারিগর ও ক্রেতা এক মঞ্চে- কলকাতায় প্রথম সংস্করণের সূচনা করল ক্রাফ্ট কালেকটিভ

কলকাতা, ১৩ জানুয়ারি, ২০২৬: - ভারতের হস্তশিল্প বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠান-চালিত উদ্যোগ ‘ক্রাফট কালেক্টিভ’, আজ কলকাতায় তাদের ফোরামের উদ্বোধনের কথা ঘোষণা করেছে, যা আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত আয়োজিত হওয়ার কথা রয়েছে। আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।
ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার্স (FMC) দ্বারা আয়োজিত এবং কারু, রেড স্ট্র্যাটেজি পার্টনার্স ও কলকাতার দ্য রেড বাড়ি-এর অংশীদারিত্বে গঠিত ‘ক্রাফট কালেক্টিভ’-এর এই উদ্যোগকে সমর্থন করছে ইন্ডিয়া ক্যাশ গ্র্যান্ট প্রোগ্রামের অধীনে থাকা সিসকো। হস্তশিল্পের ঐতিহ্যবাহী ক্লাস্টার এবং সমসাময়িক বিশ্ববাজারের মধ্যে ব্যবধান মেটাতে ক্রাফট কালেক্টিভ কারিগর, ডিজাইনার, প্রতিষ্ঠান, ক্রেতা এবং সাংস্কৃতিক চর্চায় যুক্ত সকলকে একমঞ্চে আনতে চলেছে।
চার দিনব্যাপী এই ফোরামটিতে বিভিন্ন স্তরের কর্মসূচি থাকবে, যার মধ্যে রয়েছে কিউরেটেড প্রদর্শনী, একটি বিপণন কেন্দ্র, আলোচনা সভা, মাস্টারক্লাস এবং সাংস্কৃতিক পরিবেশনা। অসম, ঊড়িষ্যা এবং মধ্যপ্রদেশের মতো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগরদের দল এতে অংশ নেবে, যা দর্শনার্থীদের আঞ্চলিক হস্তশিল্পের ঐতিহ্য এবং শিল্পীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেবে।
বস্ত্রশিল্প, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হিসেবে কলকাতার ঐতিহাসিক ভূমিকাকে স্বীকৃতি দিতেই এই শহরটিকে উদ্বোধনী শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার্স-এর জেনারেল ম্যানেজার মি. সাগ্নিক লাহিড়ী উল্লেখ করেছেন, “এই শহরটি দীর্ঘকাল ধরে একটি মাধ্যম হিসেবে কাজ করে আসছে। এই শহরের মধ্য দিয়ে হস্তশিল্প, চিন্তাধারা এবং শৈল্পিক অনুশীলনের মতো বিষয়গুলি একাধিক সীমানা ছাড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখানে ‘ক্রাফট কালেক্টিভ’-এর সূচনা আমাদের সেই ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যতের সমসাময়িক পথ তৈরির সুযোগ করে দেবে।”

এই ফোরামে বস্ত্র ও হস্তশিল্প বাস্তুতন্ত্রের বিশিষ্ট বিশেষজ্ঞের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছেন ভারতের অন্যতম প্রধান বস্ত্র উদ্যোক্তা শ্রী বিক্রম জোশী এবং বাংলার একজন স্বনামধন্য বস্ত্রশিল্পের ব্যক্তিত্ব নন্দিতা রাজা। ফ্রান্স ও ইতালির কনসাল জেনারেলসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ঊর্ধ্বতন কূটনৈতিক প্রতিনিধিত্বেরও আশা করা হচ্ছে।

ক্রাফট কালেক্টিভ ডিজাইনার, ক্রেতা, খুচরা বিক্রেতা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী এবং বৃহত্তর সৃজনশীল সম্প্রদায়ের সদস্যদের এই ফোরামে উপস্থিত থাকার এবং আলোচনা, আবিষ্কার এবং সহযোগিতার মাধ্যমে ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন