সদ্য মুক্তি পেয়েছে বাংলা ছোট ছবি " প্রি আর ম্যাথ কাকু "

Manch Saga - র youtube চ্যানেলে গেলেই   দেখতে পাবেন ছবিটি ।    সায়ন রয়ান এর পরিচালনাই এই ছবি ।আভিনয় , মডেলিং ছারাও লেখালিখির প্রতি ভালবাসা থেকেই তার এই ছোট ছবি বানাবার ইচ্ছে প্রকাশ । এর আগে বাংলা ছবি বরফি , ৬০ এর পরে এই দুটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি তিনি লিখেছেন । 
অভিনয় করছে সায়ন রয়ান , নেহা মিস্ত্রি , হিরনময় বিশ্বাস , তারক চৌধুরী । Chitrogrohone chilen bittu Dey . 

ছোট্ট প্রি এবং তার আঙ্ক পরিক্ষা নিয়ে একটি সোশ্যাল বার্তার উপর এই গল্প । সায়ন বলে " এটা আমার নিজের মন গড়া গল্প একদম নয় । দৈনন্দিন ঘটে যাওয়া একটি ঘটনা যা হইতো আমরা আলোকপাত করি না তার উপরেই ধাবিত এই গল্প । আশা করি ভালো লাগবে সবার আর আমাদের নতুন কিছু ভাবাতে সাহায্য করবে ছবিটি, কে এই কাকু ? তার জন্য দেখুন " প্রি আর ম্যাথ কাকু " । 
Manch Saga আসলে শুধু পর্দায় নয় মঞ্চেও কাজ করে তাই তাদের নতুন থিয়েটার ও দেখা যাবে মঞ্চে শিগ্রহী তাদের আরও বিভিন্ন কাজের সাথে ।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন