দাভা ইন্ডিয়ার নতুন পদক্ষেপ "স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স"

স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স -অর্থাৎ পরিবারের মহিলা পূরুষ,এমনকি শিশু দেরও উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক এমনটাই পদক্ষেপ নিল দাভা ইন্ডিয়া ।  "স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স" কর্মসূচির মাধ্যমে ঘোষণা হল কলকাতা প্রেস ক্লাবে। 

 সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের জেনেরিক ওষুধ আনার জন্য নিবেদিত, দাভা ইন্ডিয়া।  যার সদর দপ্তর গুজরাটের সুরাটে অবস্থিত। জোটা হেলথকেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডাঃ সুজিত পালের প্রচেষ্টায় ১২০০+ লোকেশন এবং ১.২ কোটিরও বেশি খুশি গ্রাহকের সাথে দাভাইন্ডিয়া দ্রুত ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে ।  ওষুধ  ব্যবসার পাশাপাশি 
*" দাভা ইন্ডিয়া"* পারিবারিক সহিংসতা" মোকাবেলায় দৃষ্টান্ত মূলক উদ্যোগ নিল।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন